কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় যারা
১৯ এপ্রিল ২০১২এসব ছবির মধ্য থেকে প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে বিভিন্ন বিভাগে ৫৪টি বিশেষ মাত্রার ছবি৷ এগুলোর মধ্যে ২২টি ছবি প্রতিযোগিতা করবে সম্মানজনক পুরস্কার ‘পাম দর' বা ‘গোল্ডেন পাম' এর জন্য৷ আর বাকিগুলো থাকছে উদীয়মান প্রতিভা খোঁজার ধারায় ‘এ সার্টেন গ্লান্স' এর জন্য৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে কান উৎসবের পরিচালক টিয়েরি ফ্রেমো বলেন, ‘‘অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান আমাদের বড় চমক দিতে যাচ্ছেন৷'' কিডম্যান গত বছর দু'টি ভিন্নধর্মী ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন৷ একটি হলো দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-উক এর ছবি ‘স্টোকার' আর অন্যটি মার্কিন পরিচালক লি ড্যানিয়েলস এর ‘দ্য পেপারবয়'৷
এ বছরের কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির দৌড়ে অন্যতম শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে ক্যানাডীয় পরিচালক ডেভিড ক্রোনেনব্যার্গ এর ‘কসমোপোলিস'৷ ছবিটিতে বিশাল ধনকুবের এর ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন৷ অবশ্য ‘কসমোপোলিস' এর সাথে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ব্রিটিশ পরিচালক কেন লোচ এর ছবি ‘দ্য এঞ্জেলস শেয়ার'৷ প্রসঙ্গত, অতীতে কেন লোচের ১৬টি ছবি কান উৎসবে স্থান করে নিয়েছে৷
এ বছরের ‘গোল্ডেন পাম' এর জন্য দৌড়ে আরো রয়েছে অস্ট্রীয় পরিচালক মিশায়েল হানেকে'র প্রেমের ছবি ‘আমুর' বা ভালোবাসা৷ উল্লেখ্য, হানেকে'র ছবি ‘দ্য হোয়াইট রিবন' ২০০৯ সালে ‘পাম দর' জয় করে৷ এ বছর শিরোপা জয়ের দৌড়ে সম্ভাবনাময় হিসেবে রয়েছে পরিচালক অ্যান্ড্রু ডোমিনিক এর ছবি ‘কিলিং দেম সফটলি'৷ এতে মূল অভিনেতা জনপ্রিয় তারকা ব্র্যাড পিট৷
বৃহস্পতিবার প্যারিসে সাংবাদিক সম্মেলনে কান উৎসবের পরিচালক জানিয়েছেন, এবারের উৎসবের উদ্বোধনী ছবি হবে ‘মুনরাইজ কিংডম'৷ পরিচালক ওয়েস অ্যান্ডারসনের এই ছবিটিতে রয়েছেন তারকা শিল্পী ব্রুস উইলিস এবং বিল মারে৷ আর এবারের কান উৎসবে সমাপনী ছবি হিসেবে থাকছে ফরাসি পরিচালক ক্লোদ মিলার-এর ‘তেরেজ দেকেরু'৷ উল্লেখ্য, ৭০ বছর বয়সি মিলার চলতি মাসে মৃত্যু বরণ করেছেন৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন