‘লা ভি দাদেল’
২৯ মে ২০১৩এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরিমণ্ডলীর প্রধান ছিলেন স্টিভেন স্পিলবার্গ৷ উৎসবে তাঁকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তিউনিসিয়ায় জন্ম নেয়া ফরাসি পরিচালক আব্দেললতিফ কেশিশের ‘লা ভি দাদেল' (ব্লু ইজ দ্য ওয়ারমেস্ট কালার)৷
১৫ বছর বয়সি এক ফরাসি কিশোরীর সঙ্গে এক মহিলার ভালোবাসাকে ঘিরে নির্মিত এ ছবিতে খুব অন্তরঙ্গ এবং যৌন উত্তেজক কিছু দৃশ্য রয়েছে৷ অভিনেত্রী লি সেদু এবং আদেল এক্সারকোপুলোসের অভিনয় ছিল বাস্তবঘনিষ্ঠ৷ কাহিনি এবং অভিনয়ের এই বাস্তবঘনিষ্ঠতাই মুগ্ধ করেছে হলিউডের তারকা পরিচালক স্পিলবার্গকে৷ পুরস্কার দেয়ার সময় তাই পরিচালক আব্দেললতিফ কেশিশের সঙ্গে দুই অভিনেত্রীকেও ডেকে নিয়েছিলেন মঞ্চে৷ সমকামীদের ভালোবাসাকে উপজীব্য করে নির্মিত ছবিটির তুমুল প্রশংসা তখনই করেছেন তিনি৷
আবদেললতিফ কেশিশও ‘লা ভি দাদেল' নিয়ে আশাবাদী৷ কান চলচ্চিত্র উৎসবে সেরার স্বীকৃতি প্রাপ্তিতেই তৃপ্ত নন ৫২ বছর বয়সি পরিচালক৷ এ স্বীকৃতিকে ফ্রান্সের তরুণ এবং আরব বসন্তের সক্রিয় সংগঠক-কর্মীদের উৎসর্গ করে ছবিটি এ দেশগুলোতে গ্রহণযোগ্যতা পেলে খুশি হবেন বলেও জানিয়েছেন কেশিশ৷ সমকামিতা আরব দেশগুলোতে তো নয়ই, এমনকি ফ্রান্সেও সর্বস্তরে স্বাভাবিকভাবে মেনে নেয়ার পর্যায়ে নেই৷ কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণীর দিনই সমকামীদের বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে প্যারিসে৷ সম্প্রতি এক আইনের মাধ্যমে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স৷ এর আগে আরো ১৩টি দেশ সবুজ সংকেত দিয়েছে সমকামীদের বিয়েতে৷
কান চলচ্চিত্র উৎসবে এবার সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সের বেরেনিস বেশো৷ ৭৬ বছর বয়সে ‘নেবরাস্কা' ছবিতে মদ্যপ পিতার চরিত্র রূপায়ণ করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রুস ডার্ন৷
এসিবি/ডিজি (এএফপি)