1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাঠের খেলনা জনপ্রিয় হচ্ছে

১৫ ফেব্রুয়ারি ২০১৮

‘লেগো’ খেলনার কথা কে না জানে? ছোট ছোট অসংখ্য টুকরা জোড়া লাগিয়ে গাড়ি, জাহাজ, শহর – কত কিছুইনা বানায় শিশুরা৷ সম্প্রতি ইউক্রেনের এক কোম্পানি কাঠের টুকরা দিয়ে তৈরি খেলনা সারা বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/2skQV
ছবি: DW

কোম্পানিটির নাম ইউগিয়ার্স৷ এর প্রতিষ্ঠাতা হেনাডি শেসটাক৷ ২০১৪ সালে ইউক্রেনের কিয়েভে এটি প্রতিষ্ঠিত হয়৷ এখন সারা দুনিয়ায় খেলনা বিক্রি করছে তারা৷

প্লাস্টিকের খেলনার এই যুগে কাঠের তৈরি খেলনা বিক্রি করে সফল হতে হলে সব পরিকল্পনা নিখুঁত হতে হয়৷ এ জন্য মাঝেমধ্যে কয়েকবারের চেষ্টার প্রয়োজন হয়৷

পরিকল্পনা শেষে লেজার দিয়ে পাতলা প্লাইউড থেকে টুকরোগুলো কাটা হয়৷ ক্রেতারা সেগুলো ঘরে নিয়ে গিয়ে চাপ দিয়ে ভেঙে নির্দেশনা অনুযায়ী জোড়া লাগাতে পারেন৷

কাঠের খেলনা জনপ্রিয় হচ্ছে

নবাগত থেকে শুরু করে অভিজ্ঞ– সবার জন্য প্রযোজ্য এমন ৩০টি মডেল আছে৷ তবে অনেক সময় ক্রেতারা বিশেষ অনুরোধ করেন৷ প্রতিষ্ঠাতা হেনাডি শেসটাক জানান, ‘‘আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়ার পার্টনাররা বলেছেন, এই মডেলের মাঝখানে ব্যালেরিনার পরিবর্তে এমনকিছু বসাতে হবে, যা হয়ত খুশির প্রতীক হতে পারে৷ কারণ, ব্যালেরিনা ঐ অঞ্চলে জনপ্রিয় নয়৷ ব্যবসায়ীরা যেমনটা চান, তেমনটা দিতে হবে৷ তাহলে তাঁরা বেশি পণ্য বিক্রি করতে পারবেন৷’’

৯৭ টুকরার একটি ‘ট্রাক্টর’ মডেল বানাতে অভিজ্ঞদের পৌনে একঘণ্টা সময় লাগার কথা৷ সবচেয়ে কঠিন মডেলে আছে প্রায় ৬০০টি টুকরা৷

ইউগিয়ার্সের তৈরি পণ্যের বেশিরভাগই রপ্তানি হয়৷ বিশেষ করে বড়দিনের আগে চাহিদা বাড়ে৷ অনেক অর্থ খরচ করে বিজ্ঞাপন না দিলেও ফেসবুক আর ইন্সটাগ্রামের কল্যাণে তাদের খেলনা জনপ্রিয়তা পেয়েছে৷ প্রায় ৮০টি দেশে তাদের পণ্য বিক্রি হয়৷ অনেক বড় কোম্পানিও তাদের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে৷ কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কী? শেসটাক জানালেন, ‘‘আরও বড় ও জটিল মডেল বানানোর পরিকল্পনা নেই৷ কারণ, ক্রেতারা কতটুকু বানাতে সমর্থ, আমরা তা জানি৷ ফলে তার চেয়ে জটিল করলে তাঁরা আর বানাতে পারবেন না৷ আমরা আসলে বড় করার চেয়ে সুন্দর ডিজাইনের পণ্য বানাতে বেশি আগ্রহী৷’’

ইউগিয়ার্স-এর আসল অর্থ ‘ইউক্রেনিয়ান গিয়ার্স’৷ ইতিমধ্যে সারা বিশ্বের খেলনাপ্রেমীদের মন কেড়েছে ইউক্রেনের এই কোম্পানি৷

নিকোলাস কনোলি/জেডএইচ