করোনা ঠেকাতে বলিউড তারকাদের আর্থিক অনুদান
ভারতে করোনা মোকাবিলায় কোন কোন বলিউড তারকা অর্থদান করলেন, দেখুন ছবিঘরে…
অক্ষয় কুমার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি করোনা মোকাবিলায় একটি বিশেষ তহবিল ঘোষণা করেন। এরপর বেশ কয়েকজন বলিউড তারকা এই তহবিলে অর্থদান করেছেন। এখন পর্যন্ত এই তহবিলে সবচেয়ে বড় অঙ্ক দান করেছেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি দিয়েছেন মোট ২৫ কোটি ভারতীয় রুপি।
শাহরুখ খান – জুহি চাওলা
প্রধানমন্ত্রীর তহবিলে শাহরুখের দান করা কোনো অঙ্কের খোঁজ না পাওয়া গেলেও, টুইটারে তিনি জানান, শীঘ্রই টাকা পাঠাতে চলেছে তার ও জুহি চাওলার যৌথ ব্যবসায়িক সংস্থা ‘রেড চিলিজ’। শাহরুখ আরো জানান, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্রের সরকারকে ৫০ হাজার পিপিই দিচ্ছেন তাঁরা। পাশাপাশি এক মাসের জন্য প্রায় ১৫ হাজার পরিবারের অন্নসংস্থানের দায়িত্বও নেবেন শাহরুখ-জুহি।
সালমান খান
শাহরুখের মতোই অভিনেতা সালমান খানও সরাসরি প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেননি। তিনি মুম্বাই চলচ্চিত্রে কর্মরত ২৫ হাজার দিনমজুরের ভরণপোষণের দায়িত্ব নিতে পারেন৷
রজনীকান্ত
দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারতীয় সিনেমাজগতে কর্মরত দিনমজুরদের জন্যেও অর্থ সাহায্য করেছেন তিনি।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে ও মহারাষ্ট্রের রাজ্যভিত্তিক তহবিলে অর্থ দান করেছেন। টাকার অঙ্ক জানা যায়নি৷
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর মার্কিন স্বামী, গায়ক নিক জোনাস প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেছেন বলে জানিয়েছেন। কিন্তু দানের অঙ্ক প্রকাশ করেননি৷
অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
অভিনেত্রী অনুষ্কা শর্মা ও তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তহবিলে তাঁদের অর্থদানের কথা। টাকার অঙ্ক তারাও জানাননি।
শিল্পা শেঠি
অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা ২১ লাখ রুপি দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে।
কারিনা কাপুর- সাইফ আলি খান
কারিনা ও অভিনেতা সাইফ আলি খানও অর্থের অঙ্ক প্রকাশ করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অর্থসাহায্যের কথা নিশ্চিত করেছে এই দম্পতি।
কঙ্গনা রানাওয়াত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ফ্যান' হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মোট ২৫ লাখ ভারতীয় রুপি দান করেছেন।
তরুণদের দায়বদ্ধতা
বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের অনেকেই প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরমধ্যে রয়েছেন ভিকি কৌশাল (এক কোটি রুপি), বরুণ ধাওয়ান (৩০ লাখ রুপি), কার্তিক আরিয়ান (এক কোটি রুপি), রাজকুমার রাও, সোনম কাপুর, আলিয়া ভাট, সারা আলি খান।