করোনা আটকাতে ভারতের বিভিন্ন অংশে ১৪৪ ধারা
১৯ মার্চ ২০২০বুধবার থেকে ভারতের রাজস্থানে জারি হয়েছে ১৪৪ ধারায় কার্ফু৷ সেখানের ঝুনঝুনু শহরে এক দম্পতি ও তাদের সন্তানের শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে সেখানে জারি হয় কার্ফু৷
আক্রান্তদের বাড়ির এলাকায় প্রথমে ১৪৪ ধারা জারি করা হলে পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট তা পুরো রাজ্যের জন্য প্রযোজ্য হবে, বলে জানান৷
আক্রান্ত দম্পতি ৮ মার্চ ইটালি থেকে দেশে ফেরার পরে তাদের পরীক্ষা করা হয়৷ এরপর থেকেই জারি হয়েছে সতর্কতা৷
পাশাপাশি, বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলকভাবে কোয়ারান্টিনে থাকতে ও স্ক্রিনিং করাতে বলা হচ্ছে৷ পাশাপাশি, এয়ারপোর্ট সংলগ্ন হোটেলগুলিতে কোয়ারান্টিনের ব্যবস্থা করা হয়েছে যাতে সেখানে বিদেশফেরতদের রাখা যায়৷
রাজস্থানে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বড় জমায়েত৷ জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কাজ চলছে৷ অন্যদিকে, রাজ্যের রাজধানী জয়পুরে পরীক্ষার ক্ষমতা দ্বিগুণ করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলোট৷
ভারতের অন্যত্রও জারি ১৪৪ ধারা
অন্যদিকে, দেশের রাজধানী দিল্লির পাশের শহর নয়ডায় দুজনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস৷ নয়ডা পুলিশ কমিশনারেটের একটি টুইট থেকে জানা যায়া, আক্রান্ত দুজনই সম্প্রতি ফ্রান্স ঘুরে এসেছেন৷
তিন হাজার মানুষের বসবাস এমন একটি আবাসনে থাকেন তারা৷ সংক্রমণ ধরা পড়ার পর আবাসনের বাসিন্দাদের করোনা লক্ষণের জন্য পরীক্ষা করা হয়৷ কিন্তু এখনও সেখান থেকে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি৷
কিন্তু বুধবার থেকে গোটা নয়ডায় জারি আছে ১৪৪ ধারা৷ মহারাষ্ট্রের নাসিক শহরে ৪জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেলে সেখানেও জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ এছাড়াও, ১৪৪ ধারা জারি করা হয়েছে কর্ণাটকের কোডাগু জেলায়৷
বর্তমানে, ভারতে আক্রান্তদের মোট সংখ্যা ১৯৭, মারা গেছেন ৪ জন৷
এসএস/কেএম (সূত্র: ইন্ডিয়া টুডে, এএনআই)