কবিগুরুর প্রতি মঙ্গেশকর পরিবারের শ্রদ্ধাঞ্জলি
১১ আগস্ট ২০১১বিজ্ঞাপন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘টেগোর ফরএভার' অনুষ্ঠানে মুম্বই থেকে এসে উপস্থিত হয়েছিলেন মঙ্গেশকর পরিবারের সবাই৷ ছিলেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর৷
অনুষ্ঠানে ৮১ বছর বয়সি প্রবীণ সংগীতশিল্পী লতা মঙ্গেশকর বলেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই৷'' এরপর তিনি গেয়ে শোনান ‘তোমার হলো শুরু আমার হলো সারা' গানটি৷ আরেক কিংবদন্তি শিল্পী লতার বোন আশা ভোঁসলে পরিবেশন করেন ‘বড় আশা করে এসেছি গো' গানটি৷
কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করেছিলেন চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষ৷ এতে আরো অংশ নেন সংগীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত এবং লোপামুদ্রা মিত্র৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ