1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনে পুরনো মর্যাদা ফিরে পেল ইইউ

৪ মার্চ ২০১৯

সম্প্রতি যুক্তরাষ্ট্র সে দেশে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধির মর্যাদা কোনো দেশের রাষ্ট্রদূতের চেয়ে কমিয়ে আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সমান করেছিল৷ সোমবার আবারও তার আগের মর্যাদা ফিরে পেল ইইউ৷

https://p.dw.com/p/3EPir
Symbolbild EU USA Flagge
ছবি: picture alliance/chromorange/C. Ohde

আঠাশটি দেশের সমন্বয়ে গঠিত বা ইইউ-র রাষ্ট্রদূত ডেভিড ও'সুলিভান ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে কোনো দেশের রাষ্ট্রদূতের সমান মর্যাদা পেতেন৷ কিন্তু সম্প্রতি তাঁর মর্যাদা কমিয়ে আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সমান করা হয়েছিল৷

গত বছরের শেষ দিকে কয়েকটি অনুষ্ঠানে ওয়াশিংটনে ইইউর রাষ্ট্রদূত ও'সুলিভানকে আমন্ত্রণ না জানানোয় বিষয়টি প্রথম ‘ইইউ'-র নজরে আসে৷

এরপর ৫ ডিসেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজকরা ‘ইইউ'-র মর্যাদা কমানোর বিষয়টি নিশ্চিত করেন৷

কিন্তু সোমবার ইউরোপীয় ইউনিয়নের মার্কিন প্রতিনিধি গর্ডন সন্ডল্যান্ড জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইইউ'র পুরনো মর্যাদা বহাল করছে৷ বিষয়টি নিয়ে একটি টুইটও করেন তিনি৷

কেন গুরুত্বপূর্ণ ইউ?

‘‘অ্যামেরিকার জন্য ইইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন৷ বিশ্বের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ইইউ'র ভূমিকা মূল্যবান,'' এমনটাই মনে করেন সন্ডল্যান্ড৷

মর্যাদা কমানোর বিষয়টি ইইউ কূটনীতিকদের নজরে আসলে এই নিয়ে তাঁরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন৷

এবিষয়ে ইইউ কূটনীতিকদের একজন জানান, ‘‘তাঁরা আমাদের বলেছেন যে, তাঁরা আমাদের জানাতে ভুলে গেছেন৷ এবং তাঁরা এেই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ চিফ অফ প্রটোকল মনে করেন, এটাই ঠিক সিদ্ধান্ত৷''

মর্যাদা ফেরানোর পাশাপাশি সোমবারই ইইউ'র সাবেক মানবাধিকার বিষয়ক প্রতিনিধি স্টাভরোস লামব্রিনিদিস মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন৷

এসএস/জেডএইচ (এপি, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য