1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাশের হার ইতিবাচক

সমীর কুমার দে, ঢাকা১৫ আগস্ট ২০১৪

গত বছর পাসের হার কিছুটা কমে যায় বাংলাদেশে৷ কিন্তু এবার, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ইতিবাচক ধারায় ফিরেছে৷ গত বছরের তুলনায় গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই বেড়েছে৷

https://p.dw.com/p/1CtSl
Bangladesch Schüler Schulkasse in Dhaka Prüfung
ছবি: picture-alliance/landov

ছেলেদের তুলনায় মেয়েদের ফল অনেক ভালো৷ রেজাল্ট ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি পরীক্ষার আগের তিন মাসে অন্তত ৩২ হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য হয়৷ ফলে পরীক্ষায় কিছুটা ভালো ফল পেলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে শিক্ষার্থীরা আটকে যাচ্ছেন৷ তাই কোচিং বাণিজ্য বন্ধ করতে পারলে শিক্ষার মানও উন্নত হবে বলে আশা শিক্ষামন্ত্রীর৷

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে৷ এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন৷ দেশের আট হাজার ১০৪টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়৷ গত ৩রা এপ্রিল থেকে ১৬ই জুন দেশের দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এই পরীক্ষা হয়েছিল৷ আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এইচএসসিতে ৭৫ দশমিক ৭৪ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে৷

গত বছর নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিতিশীলতায় বার বার পরীক্ষা পেছানোয় এবং নতুন তিনটি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয় হয়৷ পাস করে মাত্র ৭৪ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী৷ আর জিপিএ-৫ পায় ৫৮ হাজার ১৯৭ জন৷ এই হিসাবে এবার এইচএসসিতে পাসের হার বেড়েছে ৪ দশমিক ০৩ শতাংশ৷ তার সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১২ হাজার ৪০৫ জন৷

শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য শিক্ষাবিদ ড. আখতারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘পাশের হার বৃদ্ধি ইতিবাচক৷ কলেজগুলোতে ভালো পড়ালেখা হলে পাশের হার আরো বাড়বে৷ কিন্তু প্রশ্ন হলো এইসব শিক্ষাথীর্র একটা অংশ উচ্চশিক্ষায় গিয়ে ঝড়ে যাচ্ছে৷ শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে হবে৷ পাশাপাশি শিক্ষার মান বাড়াতেও কাজ করে যেতে হবে৷ উচ্চশিক্ষার সুযোগ আরো বাড়ানোর পরামর্শও দেন এই শিক্ষাবিদ৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার কাছে পৌঁছে দিতে পারলে শিক্ষার মানও বাড়ানো সম্ভব৷ এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে আনন্দ প্রকাশ করে তিনি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করে৷

শেখ হাসিনা বলেন, ‘‘শিক্ষা সকলের কাছে পৌঁছে দিতে পারলেই শিক্ষার মান বাড়বে৷'' শিক্ষাকে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘মাননীয় শিক্ষামন্ত্রী কিছু লোকের কথায় দুঃখ পান৷ কিছু লোক আছে যাঁদের কাজই সমোলোচনা করা৷'' তাই পাছে লোকে কিছু বলে – এটা মনে করলে সঠিক কাজ করা যাবে না, বলেন প্রধানমন্ত্রী৷

বাংলা ছাড়া অন্য কোনো ভাষাতে ‘পরশ্রীকাতরতা' শব্দটি নেই৷ এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘‘কে কি বললো – এটা নিয়ে দুঃচিন্তা করার কোনো কারণ নেই৷''

Bangladesch Schüler Schulkasse in Dhaka Prüfung
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়েছবি: picture-alliance/landov

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাসের হার আগামীতে আরো বাড়বে৷ ‘‘আমরা প্রতিটি জেলায় বেসরকারি, না হয় সরকারি – একটি করে বিশ্ববিদ্যালয় করে দেব৷'' পাশাপাশি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী৷ গণভবনে বসেই প্রধানমন্ত্রী অনলাইনে পরীক্ষার ফলাফল উন্মুক্ত করেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন৷

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে৷ তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এখনও এগিয়ে ছেলেরা৷ এবার মেয়েদের মধ্যে ৭৮ দশমিক ৮৬ শতাংশ পাস করেছে৷ আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৮৬ শতাংশ৷ তাছাড়া পরীক্ষায় এবার ৪ লাখ ৫২ হাজার ১৩০ জন মেয়ে অংশ নিয়েছিল, তার মধ্যে পাস করেছে ৩ লাখ ৪৬ হাজার ৭০৮ জন৷ অপরদিকে ৪ লাখ ৬২ হাজার ৪৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৩ লাখ ৪৫ হাজার ৯৮২ জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য