অস্কারের দৌড়ে স্পিলবার্গ ও আং লি
১১ জানুয়ারি ২০১৩অস্কারের দৌড়ে এবার প্রতিদ্বন্দ্বিতার মাত্রা যেন একটু বেশি৷ বহুদিন পর আবার আসরে নেমেছেন স্টিভেন স্পিলবার্গ৷ অন্যদিকে রয়েছেন তাইওয়ানের বিশ্ববিখ্যাত পরিচালক আং লি৷
১৬তম মার্কিন প্রেসিডেন্ট এব্রাহাম লিংকনের উপর তৈরি স্পিলবার্গের ছবিটি ১২টি অস্কার মনোনয়ন পেয়েছে৷ ভোর বেলা তাঁকে ঘুম থেকে তুলে সুখবরটি দেওয়ার পর তিনি বলেন, ‘‘গত ১৪ বছরে ঘুম ভাঙিয়ে কেউ এত ভালো খবর দেয় নি৷'' অ্যামেরিকায় ক্রীতদাস প্রথা বন্ধ করার ক্ষেত্রে লিংকনের অবদানের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে৷
আং লি-র চমকপ্রদ ত্রিমাত্রিক ছবি ‘লাইফ অফ পাই' পেয়েছে ১১টি অস্কার মনোনয়ন৷ ইয়ান মার্টেলের লেখা এই বইটি যে চলচ্চিত্রের পর্দায় আদৌ ফুটিয়ে তোলা সম্ভব, এমনটা বিশ্বাস করা কঠিন ছিল৷ কিন্তু সেই অসাধ্য সাধন করেছেন আং লি৷ জাহাজডুবির পর একটি নৌকায় এক কিশোর ও বাঘের সহাবস্থানের কাহিনি দর্শকদের মুগ্ধ করেছে৷
এবারের অস্কার ও তার মনোনয়নকে ঘিরে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করা যাচ্ছে৷ যেমন ‘সিলভার লাইনিং প্লেবুক' ছবিটি অভিনয়ের চারটি ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছে, যা ১৯৮১সালের পর আর ঘটে নি৷ সঙ্গে সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা লেখক ক্যাটাগরিতেও বিবেচনা করা হবে ছবিটিকে৷
জেমস বন্ড সিরিজ জোটা বিশ্বে জনপ্রিয় হলেও অস্কার পুরস্কারের ক্ষেত্রে এর আগে বিশেষ গুরুত্ব পায় নি৷ এবার ‘স্কাইফল' সেই প্রবণতা বদলে দিয়েছে৷ পাঁচটি ক্ষেত্রে মনোনয়ন পেয়েছে ছবিটি, যদিও মূল ক্যাটাগরিগুলিতে দেখা যাবে না বন্ডকে৷
সেরা অভিনেত্রী ক্যাটাগরিতেও মনোনয়নের ক্ষেত্রে এ বছর বড় এক চমক রয়েছে৷ ৮৫ বছর বয়স্কা ফরাসি অভিনেত্রী রিভার প্রতিদ্বন্দ্বী ৯ বছর বয়স্কা বালিকা ওয়ালিস৷ এর আগে এত বেশি ও এত কম বয়স্ক কোনো ব্যক্তি এমন মনোনয়ন পান নি৷
এসবি/ডিজি (এএফপি)