1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বাস্তু নিয়ে হিমশিম খাচ্ছে জার্মান পুলিশ

২৫ ডিসেম্বর ২০১৯

অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে চাপ বাড়ছে। দাবি জার্মান পুলিশের। তাদের বক্তব্য, গোটা প্রক্রিয়ায় সমস্যা থাকায় অনেককেই ফেরত পাঠানো যাচ্ছে না।

https://p.dw.com/p/3VJ5K
ছবি: picture-alliance/ZUMAPRESS/S. Babbar

চাপ বাড়ছে উদ্বাস্তুর। চাপ বাড়ছে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও। দাবি জার্মান পুলিশের। তাদের বক্তব্য, অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার ক্ষেত্রে যে ধাপগুলি আছে, সেখানে সমস্যা থাকার দরুণ সকলকে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।

জার্মান পুলিশের দাবি, এই মুহূর্তে গোটা দেশে ফেরত পাঠানোর মতো অনুপ্রবেশকারীর সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার। অথচ ফেরত পাঠানোর প্রক্রিয়া চলাকালীন তাঁদের রাখার মতো ডিটেনশন সেন্টারের সংখ্যা মাত্র ৫৭৭টি। ফলে সকলকে ডিটেনশন সেন্টারে এনে রাখাই সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, নানাবিধ অসুবিধার জন্য জার্মান প্রশাসন ১ লক্ষ ১৯ হাজার বিদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া আপাতত বন্ধ রাখতে বলেছে। জার্মান পুলিশের দাবি, এই অবস্থায় পুরো চাপটাই এসে পড়ছে তাদের উপর। কারণ, ফেরত পাঠানোর কাজটি জার্মান অভিবাসন দফতর এবং সরকার করলেও অনুপ্রবেশকারীদের রাখা এবং তাদের নিজ নিজ দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে পুলিশের উপর। আর সেটা করতে গিয়েই হিমশিম খাচ্ছে পুলিশ।

এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জার্মানি ২০ হাজার ৯৯৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে। গত বছরের তুলনায় যা হাজারখানেক কম। জার্মান পুলিশের বক্তব্য, গত চার বছরে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। বেড়েছে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও। ২০১৮ সালে সংখ্যাটা সর্বোচ্চ হয়। ২০১৯ সালে খানিকটা হলেও অনুপ্রবেশকারীর সংখ্যা কমেছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, ইউরোপএবং বিশ্বের অন্য দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের কাছে জার্মানি বরাবরই প্রথম পছন্দ। কারণ আশ্রয়প্রার্থীদের প্রতি জার্মানি এখনও পর্যন্ত নরম।

এসজি/জিএইচ (ডিপিএ, এএফপি)