ভারতে বন্যা নিয়ে রাজনীতি
২৫ জুন ২০১৩‘হিমালয় সুনামি' নাম নিয়ে উত্তরাখন্ডের দেবভূমি হিসেবে পরিচিত কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রীতে মেঘভাঙা প্রবল বৃষ্টিপাতে আচমকা নেমে আসে বন্যা৷ ভেসে যায় ঘরবাড়ি৷ ভূমিধসে আর পাহাড়ি বানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে৷ আটকা রয়েছে এখনও কয়েক হাজার তীর্থযাত্রী ও পর্যটক৷ ত্রাণ ও উদ্ধারকাজ চলেছে যুদ্ধকালীন অবস্থার ভিত্তিতে৷ তবে বিপর্যয়ের ব্যাপকতার নিরিখে তাও যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
সেই ফাঁক দিয়েই ঢুকছে সস্তা রাজনীতির ঘোলাজল৷ ত্রাণ ও উদ্ধারকাজে রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী বহুগুণার কথিত অব্যবস্থা চোখে আঙুল দিয়ে দেখাতে, এ কাজে এক ‘মাইক্রো ম্যানেজমেন্ট'-এর মডেল নিয়ে হাজির হয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এক বিশেষ টিমকে সঙ্গে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন ত্রাণ ও উদ্ধারকাজের মধ্যে সমন্বয়সাধনে৷
তাঁর ঐ বিশেষ দলে আছেন পাঁচজন ইন্ডিয়ান অ্যাডমিনস্ট্রেশন অফিসার, একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার, দু'জন গুজরাট রাজ্য প্রশাসনিক অফিসার, দু'জন রাজ্য পুলিশ অফিসার এবং পাঁচজন পুলিশ ইনস্পেক্টর৷ তাঁদের বিশেষ বিশেষ জায়গায় মোতায়েন করে মোদী আকাশপথে উদ্ধার কাজ নিরীক্ষণ করেন এবং প্রায় ১৫ হাজার গুজরাটি তীর্থযাত্রীকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে সক্ষম হন৷ পৌঁছে দেবার জন্য চারটি বিমান, ৮০টি টয়োটা গাড়ি, ২৫টি আরামদায়ক বাসের ব্যবস্থা করা হয়৷ শুধু তাই নয় এক বড় চিকিৎসকদলকে পাঠিয়েছেন হরিদ্বারে৷ বানভাসি এলাকায় বসিয়েছেন চিকিৎসা শিবির৷ রাজ্যের বিজেপি কর্মীরা হাত লাগিয়েছেন উদ্ধারকাজে৷
রাজনীতির সংকীর্ণ চোখে সেটা মেনে নেয়া কঠিন কংগ্রেসের পক্ষে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সিন্ডে ফরমান জারি করেন, একমাত্র উত্তরাখন্ডের কংগ্রেস মুখ্যমন্ত্রী ছাড়া হেলিকপ্টার নিয়ে বন্যা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ বাঞ্ছনীয় নয়৷ তাতে ত্রাণ ও উদ্ধারকাজ ব্যাহত হতে পারে৷ ইচ্ছে করলে একমাত্র জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার সঙ্গে তাঁরা সহযোগিতা করতে পারেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিং৷ উত্তরাখন্ডের জনৈক বিধায়ক মোদীকে কটাক্ষ করে বলেন, ‘মোদী মডেল' যে স্রেফ গুজরাটিদের জন্য সেটাই সত্য প্রমাণিত হলো৷ তাঁর সর্বভারতীয় নেতা হবার যোগ্যতা নেই৷
নরেন্দ্র মোদী প্রস্তাব দিয়েছিলেন যে, তিনি এমন প্রযুক্তি ব্যবহার করে পবিত্র কেদারনাথ মন্দির পুনর্নির্মাণ করে দেবেন যা বড় প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্থ হবে না৷ কংগ্রেস মুখ্যমন্ত্রী অবশ্য তা খারিজ করে দেন৷ যেটা খারিজ করতে পারেননি, তাহলো মোদীর ‘মাইক্রো ম্যানেজমেন্ট ট্রেড মার্ক'৷