চাবেসের অসুস্থতা
৪ জানুয়ারি ২০১৩ভিয়েগাস দেশবাসীদের সাবধান করে দেন যে, আন্তর্জাতিক মিডিয়া – তাঁর ভাষায় – ভেনেজুয়েলার স্থিতিশীলতা হানির প্রচেষ্টায় ‘‘মনস্তাত্ত্বিক যুদ্ধ'' চালাচ্ছে৷ চাবেসের অবস্থায় তাঁর চিকিৎসা অব্যাহত রাখা প্রয়োজন এবং হাভানার ডাক্তারদের উপর কারাকাস সরকারের আস্থা আছে, বলে ভিয়েগাস মন্তব্য করেন৷
উপ-রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো হাভানার হাসপাতালে চাবেসকে দেখে আসার পর বৃহস্পতিবার দেশে ফিরে বলেন যে, চাবেস ‘‘সাহসের সঙ্গে'' তাঁর অসুখের মোকাবিলা করছেন এবং ‘‘অসুখের সঙ্গে সংগ্রামের ব্যাপারে তিনি পুরোমাত্রায় সচেতন''৷ চাবেস মরণাপন্ন, এই গুজবের প্রেক্ষিতে মাদুরো হাভানায় গিয়েছিলেন৷
চাবেসের দেহান্ত হলে ভেনেজুয়েলাই শুধু নয়, ল্যাটিন অ্যামেরিকায় ভেনেজুয়েলার সাহায্যপুষ্ট একাধিক মিত্রদেশও একটা বড় নাড়া খাবে৷ ওপেক-সদস্য ভেনেজুয়েলার তেল-লব্ধ অর্থে চাবেস যে ধরণের সমাজতন্ত্র চালাচ্ছিলেন, তা তাঁকে জনগণের সংখ্যাগুরু দরিদ্র অংশের কাছে ‘হিরো' করে তুলেছে৷
ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে চাবেসের মনোনীত উত্তরাধিকারী মাদুরো এবং সংসদ সভাপতি দিওসদাদো কাবেইয়োর মধ্যে ক্ষমতার লড়াই ইতিমধ্যেই শুরু হয়েছে বলে গুজব, যদিও দু'জনেই তার সত্যতা অস্বাকীর করেছেন৷ মাদুরো বলেছেন, তিনি ও কাবেইয়ো চাবেসের সামনে প্রতিজ্ঞা করেছেন যে, তারা ঐক্যবদ্ধ থাকবেন৷
চাবেসের ক্যানসার আবিষ্কৃত হয় ২০১১ সালে৷ সে বছরের জুন মাসেই হাভানায় তাঁর প্রথম অস্ত্রোপচার হয়৷ সর্বশেষ অস্ত্রোপচারটি করা হয়েছে ডিসেম্বরের ১১ তারিখে৷ ৫৮ বছর বয়সি চাবেস গত ৭ই অক্টোবর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন৷ একটি চতুর্থ কর্মকালের জন্য তাঁর শপথ নেওয়ার কথা ছিল আগামী ১০ই জানুয়ারি৷
চাবেস যদি শপথ না নিতে পারেন, তাহলে সংসদ সভাপতি তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে, যার ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সে নির্বাচনে মাদুরো চাবেসের দল, ভেনেজুয়েলার সংযুক্ত সমাজতন্ত্রী দলের প্রার্থী হিসেব জয়ী হবেন বলেই মনে করা হচ্ছে৷
মাদুরো স্বদেশে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা এবং অপপ্রচারের অভিযান চালানোর অভিযোগ করেছেন৷ ‘‘আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে,'' বলেন মাদুরো৷ বিরোধীদের সম্পর্কে তাঁর বক্তব্য: ‘‘ওরা ভাবছে, ওদের সময় এসে গেছে৷ এবার দক্ষিণপন্থীদের তরফ থেকে কোনো বড় অভিযান হবে, ভেনেজুয়েলা থেকে এবং আন্তর্জাতিকভাবে৷''
আন্তর্জাতিক বলতে মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্র, না যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভেনেজুয়েলানদের বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়৷ তবে ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড ইতিপূর্বে অস্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে৷ তবে তিনি এটা স্বীকার করেন যে, ভেনেজুয়েলার রাজনৈতিক বর্ণালির সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে৷ তবে পরিস্থিতির কোনো ‘মেড ইন অ্যামেরিকা' সমাধান নেই, বলে দাবি করেন তিনি৷
এসি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)