উইম্বলডন জিতে রেকর্ড ছুঁলেন জোকোভিচ
১২ জুলাই ২০২১এতদিন রেকর্ড ছিল রজার ফেডেরার ও রাফায়েল নাদালের কাছে। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড। রোববার উইম্বলডনে তিন ঘণ্টার লড়াইয়ে তিনি ইটালির বেরেত্তিনিকে হারালেন ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। বেরেত্তিনি ভালো খেলেছেন। কিন্তু জোকোভিচের নৈপুণ্যের সামনে তিনি দাঁড়াতে পারেননি।
জিতেই ঘাসের কোর্টে শুয়ে পড়েন জোকোভিচ। তারপর চলে যান কোচিং বক্সের কাছে। সেখানে গোরান ইভানিসেভিচ ও মারিয়ান ভাজদাকে জড়িয়ে ধরেন তিনি। জাকোভিচ এখন তার ফর্মের শীর্ষে। নাদাল ও ফেডেরার তাদের কেরিয়ারের শেষ পর্বে। তাই জোকোভিচ যে আরো গ্র্যান্ড স্ল্যাম জিতবেন তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনো সন্দেহ নেই।
জোকোভিচ মোট ছয়বার উইম্বলডন জিতলেন। এবার নিয়ে পরপর তিনবার। প্রতিবারই জেতার পর তিনি কোর্টের ঘাস চিবিয়ে থাকেন। এবারও করেছেন। তারপর বল রুমে গিয়ে প্রিন্স চার্লস ও কেটের সঙ্গে দেখা করেছেন।
তবে শেষ ছয়টা ম্যাচে মাত্র একটি সেট হারিয়েছিলেন জোকোভিচ। তবে ফাইনালে তাকে লড়াই করে জিততে হয়েছে। প্রথম সেটে হেরে যাওয়ার পর তিনি যেভাবে পরপর তিনটি সেটে জিতেছেন, তা অসাধারণ প্রতিভাধর, লড়াকু টেনিস প্লেয়ারের আদর্শ উদাহরণ। ৩৪ বছর বয়সি জোকোভিচ এভাবে খেলতে পারলে আরো বেশ কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জিততে তার খুব একটা অসুবিধা হবে না।
মেয়েদের খেতাব বার্টির
উইম্বলডনে মেয়েদের খেতাব জিতলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। ৪১ বছর পর অস্ট্রেলিয়ার নারী টেনিস প্লেয়ার আবার উইম্বলডন জিতলেন। শনিবার ফাইনালে তিনি হারিয়েছেন ক্যারোলিনা প্রিসকোভাকে। ১৯৭১ সালে তার দেশের এভোনে গুলাগং যে পোশাক পরে খেলে জিতেছিলেন, বার্টিও সেই রকম পোশাক পরে খেললেন। পুরস্কার নিয়ে তিনি বলেন, ''আশা করি, আমি এভোনেকে গর্বিত করতে পেরেছি।''
জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি)