1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাদালকে হারালেন জোকোভিচ

Debarati Guha৭ জুলাই ২০১৪

রজার ফেডারারকে হারিয়ে আবারো উইম্বলডন জিতেছেন নোভাক জোকোভিচ৷ এভাবে পুরুষদের ব়্যাংকিং-এ তিনি রাফায়েল নাদালকে ফেলেছেন পেছনে৷ মেয়েদের একক জিতেও পেট্রা ক্ভিতোভা রয়ে গেছেন অনেক পেছনে৷

https://p.dw.com/p/1CWuM
Grand Slam 2014 - Gewinner Novak Djokovic
ছবি: Getty Images

ব়্যাংকিং-এ উত্তরণের মতো জোকোভিচ আর ক্ভিতোভার উইম্বলডন ফাইনালের গল্পটাও সম্পূর্ণ ভিন্ন৷ রবিবার সুইস সুপারস্টার ফেডারের মুখোমুখি হওয়ার মুহূর্তে জোকোভিচের আত্মবিশ্বাস ছিল শূন্যের কোঠায়৷ ৬ -৭ (৭-৯), ৬-৪, ৭-৬ (৭-৪), ৫-৭, ৬-৪ গেমের ম্যারাথন এক ম্যাচে ফেডারারকে হারানোর পর জোকোভিচ নিজেই জানিয়েছেন সে কথা৷ সার্বিয়ার এ খেলোয়াড় বলেছেন, ফাইনালের আগে নাকি তাঁর মনে হচ্ছিল কোনো গ্র্যান্ডস্লাম একক জেতার সামর্থ্যই হারিয়ে ফেলেছেন!

Tennis Wimbleton Novak Djokovic
রজার ফেডারারকে হারিয়ে আবারো উইম্বলডন জিতেছেন নোভাক জোকোভিচ (ছবিতে)ছবি: Reuters

অথচ ম্যাচে বয়সকে হার মানিয়ে নিজের সেরা পারফরম্যান্স নিংড়ে দেয়া ফেডারারের বিপক্ষে দেখা গেল অন্য এক জোকোভিচকে৷ সেখানে তিনি পাঁচ সেটের শেষ মুহূর্ত পর্যন্তই লড়েছেন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে৷ ফলাফল – ৩২ বছর বয়সি ফেডারারের ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডকে আরো এগিয়ে নেয়ার স্বপ্ন চূর্ণ৷ দ্বিতীবারের মতো উইম্বলডন জিতে ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ডস্লাম একক শিরোপা ঝুলিতে পুরেছেন জোকোভিচ৷ সোমবার প্রকাশিত পুরুষদের ব়্যাংকিং-এও (এটিপি) এসেছে পরিবর্তন৷ রাফায়েল নাদাল নন, পুরুষদের ব়্যাংকিং-এ বিশ্বসেরা এখন নোভাক জোকোভিচ৷

সর্বশেষ তালিকা অনুযায়ী ব়্যাংকিং-এর শীর্ষ দশে জোকোভিচ আর নাদালের পরে রয়েছেন ফেডারার (সুইজারল্যান্ড), স্টান ভাভরিংকা (সুইজারল্যান্ড), থমাস ব্যারডিশ (চেক প্রজাতন্ত্র), মিলোশ রাওনিচ (ক্যানাডা), দাভিদ ফেরার (স্পেন), হুয়ান মার্টিন দেল পত্রো (আর্জেন্টিনা), গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া) এবং অ্যান্ডি মারি (ব্রিটেন)৷

French Open 2014 Rafael Nadal
রজার ফেডারারছবি: Reuters

তবে মেয়েদের ব়্যাংকিং-এ (ডাব্লিউটিএ)-র প্রথম তিনটি স্থানে কোনো পরিবর্তন আসেনি৷ সেখানে সবার আগে এখনো সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), লি না (চীন) এবং সিমনা হালেপ (রোমানিয়া)৷ চতুর্থ স্থানে সোমবারের আগ পর্যন্ত ছিলেন আগনিয়েস্কা রাদভানস্কা (পোল্যান্ড)৷ তবে পেট্রা ক্ভিতোভা (চেক প্রজাতন্ত্র) উইম্বলডন জেতায় রাদভানস্কা চলে গেছেন পঞ্চম স্থানে৷ নৈপুণ্য আর আত্মবিশ্বাসের দারুণ মেলবন্ধনে ইউজিনি বুশার্ডকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে উইম্বলডনে দ্বিতিয় শিরোপা জেতা ক্ভিতোভা ষষ্ঠ স্থান থেকে দু ধাপ উপরে উঠে এসেছেন৷ ষষ্ঠ থেকে দশম – এই পাঁচটি স্থানে রয়েছেন যথাক্রমে মারিয়া শারাপোভা (রাশিয়া), ইউজিনি বুশার্ড (ক্যানাডা), আঞ্জেলিক ক্যারবার (জার্মানি), ইয়েলেনা ইয়াংকোভিচ (সার্বিয়া) এবং ভিক্টোরিয়া আজারেংকা (বেলারুশ)৷

এসিবি/ডিজি (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য