জাল টাকা
২৮ জুলাই ২০১২ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার প্রায় এক কোটি টাকার জাল বাংলাদেশি মূদ্রাসহ ৬ জনকে আটক করেছে৷ তারা জাল টাকা তৈরির সঙ্গে সরাসরি জাড়িত৷ তাদের কাছ থেকে জাল টাকা তৈরির মেশিন এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান সাধারণত ঈদ বা কোন বড় ধরনের উৎসবের আগে জাল টাকার এই চক্র সক্রিয় হয়৷ কারণ এই সময়ে টাকার লেনদেন অনেক বেশি হয় এবং মানুষ টাকা পরখ করার সময় কম পান৷ আর এই সুযোগে তারা জাল টাকা চালিয়ে দেয়৷
তিনি জানান, জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বেশ কয়েকটি ধাপ থাকে৷ সাধারণত জাল এক লাখ টাকা ১০ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়৷ তবে একই আকারের ছোট মূদ্রার লেখা ধুয়ে বড় মূদ্রার ছাপ দিয়ে যে সব জাল টাকা বানানো হয় তার দাম বেশি এবং ধরাও কঠিন৷ যেমন ১০০ টাকার নোট সাদা করে ৫০০ বা ১০০০ টাকার জাল নোট বানানো হয়৷ আর সাধারণ আর্ট পেপারে ছাপ দিয়েও জাল নোট বানানো হয়৷
মাসুদুর রহমান জানান, এই জাল টাকা নিয়ে হয়রানি এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ৷ তাই তাদের জাল টাকার ব্যাপারে সচেতন থাকতে হবে৷ জানতে হবে জাল ও আসল টাকা চেনার উপায় সম্পর্কে৷ আর অপরাধীদের ধরতে গোয়েন্দরা সক্রিয় আছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই