1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনের সাম্প্রতিকতম সহিংসতার তীব্র নিন্দা জানালো জার্মানি

২০ সেপ্টেম্বর ২০১১

ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ সহিংসতায় অন্তত ছয় জন নিহত হয়েছে৷ অর্থাৎ, গত তিনদিনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬০’এ৷

https://p.dw.com/p/12crW
An anti-government protester holds out his blood-stained hands after clashes with security forces, in Sanaa, Yemen, Sunday, Sept. 18, 2011. Yemeni government forces opened fire with anti-aircraft guns and automatic weapons on tens of thousands of anti-government protesters in the capital pushing for ouster of longtime ruler Ali Abdullah Saleh, killing several people and wounding dozens.(Foto:Hani Mohammed/AP/dapd)
বিক্ষোভকারীদের ওপর চোরাগোপ্তা গুলি চালানো হচ্ছে ইয়েমেনেছবি: picture alliance/dpa

মঙ্গলবার রাজধানী সানার রাস্তায় বিক্ষোভকারীদের ওপর চোরাগোপ্তা গুলি চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা৷ তবে কারা আড়াল থেকে ওরকম গুলি চালায়, তা এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না৷ ওদিকে, সরকারপক্ষ ত্যাগ করা একটি ব্রিগেডের চার জন যোদ্ধা সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে বলেও জানিয়েছে বিভিন্ন বার্তা মাধ্যম৷ সালেহ সমর্থক ও আন্দোলনকারীদের মধ্যে ঐ সংঘর্ষের সময়, গোলাগুলির শব্দে কেঁপে ওঠে রাজধানী সানা৷

প্রত্যক্ষদর্শীরা জানান যে, নিহতদের অনেকেই চোরাগোপ্তা গুলিবর্ষণে নিহত হয়৷ এমনকি বার্তা সংস্থা রয়টার্সের একজন রিপোর্টার জানিয়েছেন, মিছিলরত বিক্ষোভকারীদের লক্ষ্য করে সানা শহরের বিভিন্ন ভবনের ছাদ ও উঁচু তলা থেকে পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করা হচ্ছে৷ এছাড়া, বিক্ষোভকারীদের একটি শিবিরে রকেটের তিনটি গোলার আঘাতে মঙ্গলবার সকালে নিহত হয়েছে আরো দু'জন৷

An anti-government protester holds out his blood-stained hands after clashes with security forces, in Sanaa, Yemen, Sunday, Sept. 18, 2011. Yemeni government forces opened fire with anti-aircraft guns and automatic weapons on tens of thousands of anti-government protesters in the capital pushing for ouster of longtime ruler Ali Abdullah Saleh, killing several people and wounding dozens.(Foto:Hani Mohammed/AP/dapd)
গত আট মাস ধরে প্রেসিডেন্ট সালেহ'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে ইয়েমেনেছবি: dapd

বলাই বাহুল্য, ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'র ৩৩ বছরের শাসন অবসানের দাবিতে গত কয়েক মাসের চলমান বিক্ষোভই এখন সহিংসতার রূপ নিয়েছে৷ গতকাল, অর্থাৎ সোমবারও বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী ও সালেহপন্থিরা হামলা করলে, কমপক্ষে ২১ জন নিহত হয়৷ আহত হয় আরো ১১৩ জন৷ এর আগের দিন রবিবার, সালেহ বিরোধী বিক্ষোভ-মিছিলে গুলিবর্ষণে নিহত হয়েছিল অন্তত ২৬ জন৷

জার্মানি সহ আন্তর্জাতিক সমাজের কয়েকটি দেশ এ সহিংসতার তীব্র নিন্দা করেছে বলে প্রকাশ৷ শুধু তাই নয়, চলমান এই সহিংসতা রোধে সালেহ সমর্থক ও আন্দোলনকারী  – উভয়পক্ষকেই একটি সমঝোতার পথে যেতে অনুরোধ করেছে জার্মানি৷ কিন্তু এহেন ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট সালেহ এখনও ক্ষমতা আঁকড়ে থাকায়, রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে ইয়েমেন৷

এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, এক হত্যাপ্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও মারাত্মকভাবে আহত প্রেসিডেন্ট সালেহ প্রতিবেশী দেশ সৌদি আরবে চিকিৎসা শেষে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানা গেছে৷

উল্লেখ্য, গত আট মাস ধরে প্রেসিডেন্ট সালেহ'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে ইয়েমেনে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক