1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবিবার হরতাল

২২ সেপ্টেম্বর ২০১২

মহানবী মোহাম্মদকে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদকারী কয়েকটি ইসলামি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ঢাকায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ এতে পুলিশসহ শতাধিক আহত হয়েছেন৷ আটক করা হয়েছে ৫০ জনেরও বেশি প্রতিবাদকারীকে৷

https://p.dw.com/p/16CjU
A motorcycle is seen ablaze inside the premises of the National Press Club in Dhaka September 22, 2012. Thousands of activists from 12 Islamist groups, protesting against the insults to the Prophet Mohammad in a U.S.-made video and a cartoon published in a French weekly, clashed with police in the Bangladeshi capital on Saturday, in which at least 10 people were injured, one police vehicle burned and two other cars on the street damaged, witnesses said. REUTERS/Stringer (BANGLADESH - Tags: RELIGION CIVIL UNREST TRANSPORT)
ছবি: Reuters

ঢাকার পল্টনে শনিবার ইসলামী ঐক্যজোটের একাংশ এবং খেলাফত মজলিসহ ১২ টি ইসলামি সংগঠনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মহানবী মোহাম্মদকে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে তারা এ কর্মসূচি দেয়৷ তবে আগেই মহানগর পুলিশ ১৪৪ ধারা জারী করায় তারা পল্টনে সমবেত হতে পারেনি৷

পরবর্তীতে সকাল সোয়া ১১টার দিকে তারা তোপখানায় জাতীয় প্রেসক্লোবের সামনে জড়ো হয়ে মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং মার্কিন প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে৷ এরপর তারা মিছিল বের করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়৷ এই সংঘর্ষ তোপখানা এলাকা থেকে পল্টন ও বিজয় নগর পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে আর প্রতিবাদকারীরা পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে৷ এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ বিক্ষোভকারীরা যানবাহন ভাঙচুর করলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷

A policeman arrests a protester in front of the National Press Club in Dhaka September 22, 2012. Thousands of activists from 12 Islamist groups, protesting against the insults to the Prophet Mohammad in a U.S.-made video and a cartoon published in a French weekly, clashed with police in the Bangladeshi capital on Saturday, in which at least 10 people were injured, one police vehicle burned and two other cars on the street damaged, witnesses said. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: CIVIL UNREST RELIGION)
ছবি: Reuters

পুলিশ একপর্যায়ে বেশ কিছু নেতা-কর্মীকে প্রেসক্লাবের চত্বরে ঘিরে ফেলে৷ এরপর প্রেসক্লাবের সামনে এবং প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় ৫০ জনেরও বেশি নেতা-কর্মী পুলিশের হাতে আটক হয়৷ পুলিশের উপ-কমিশনার নুরুল ইসলাম জানান, তাঁরা বোঝানোর পরও নিবৃত হয়নি প্রতিবাদকারীরা৷ শেষ পর্যন্ত তারা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছেন৷ তিনি দাবি করেন, এই হামলা এবং ভাঙচুরের নেপথ্যে জামাত- শিবিরের হাত আছে৷

এদিকে নেতাদের আটক করে নিয়ে যাওয়ার সময় তারা আগামীকাল রবিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন৷

উল্লেখ্য, শনিবার বিকেল পর্যন্ত প্রেসক্লাব এলাকায় থেমে থেমে সংঘর্ষ হয়েছে৷ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য