1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭ নভেম্বর ২০২০

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরাকের দক্ষিণের কুখ্যাত নাসিরিয়াহ কারাগারে ২১জন সন্ত্রাসী ও হত্যাকারীকে সোমবার ফাঁসি দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/3lOqt
ছবি: Getty Images/AFP/S. Hamed

২০১৭  সালে ‘ইসলামিক স্টেট’কে পরাজিত করার পর থেকে জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত থাকার অভিযোগে ইরাক কয়েকশো নাগরিককে এ পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়েছে৷ দ্রুত বিচারের জন্য ইরাকের বিচার বিভাগকে মানবাধিকার গোষ্ঠীগুলো দোষারোপ করেছে৷

সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্তদের মধ্যে ১১ ফরাসি এবং একজন বেলজিয়ান ছিল৷ এর আগে পর্যন্ত ইরাকে কোনও বিদেশি আইএস সদস্যের মৃত্যুদন্ড কার্যকর করা হয়নি৷ মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন ইরানের রাষ্ট্রপতি বারহাম সালিহ৷

ইরাকের আইনে কোনও সন্ত্রাসী গ্রুপের সকল সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে৷ ইরাক সন্ত্রাসবাদের কারণে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আন্তর্জাতিকভাবেও সমালোচনার সম্মুখীন হয়েছে৷

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেব মতে, গত বছর ইরাকে মোট একশো ফাঁসি কার্যকর করা হয়েছে৷ বিশ্বে প্রতি সাতটি মৃত্যুদণ্ডের একটি কার্যকর করা হয় ইরাকে৷

এনএস/কেএম(এফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য