ইরাক, সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি
১৮ জানুয়ারি ২০১৬বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস নিশ্চিত করেছে যে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অনেকের হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ার খবরটি সত্য৷ এর আগে বাগদাদের একটি পত্রিকা জনায়, তিন মার্কিন নাগরিককে আইএস অপহরণ করেছে৷ এই খবরের সত্যতা যাচাই করতে গিয়েই বেরিয়ে আসে আরো অনেকের ‘নিখোঁজ' হওয়ার তথ্য৷ বাগদাদের মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজদের খুঁজে বের করার কাজ চলছে৷
ওদিকে সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর আল-জোরে অন্তত ১৩৫ জনকে হত্যা করেছে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস৷ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণাধীন এ এলাকায় অনেক অগ্রসর হয়েছে আইএস৷ চালিয়েছে হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ৷ লেবাননের আল-মায়েদিন পত্রিকার খবর অনুযায়ী, নিহতের সংখ্যা ২৮০ এবং আইএস কর্তৃক অপহৃতের সংখ্যা চারশ'ও হতে পারে৷
সিরিয়া ও ইরাকে অবশ্য প্রায় নিয়মিতই চলছে হত্যাযজ্ঞ৷ মধ্যপ্রাচ্যের ওই অঞ্চল দীর্ঘদিন ধরেই অশান্ত৷ ইসলামি খেলাফত কায়েমের উদ্দেশ্যে সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এর আবির্ভাবের পর হত্যা এবং ধ্বংসের হার বৃদ্ধি পেয়েছে এবং হত্যা এবং ধ্বংসের ধরণেও এসেছে পরিবর্তন৷ আইএস-এর মতো নিষ্ঠুরতা সভ্য দুনিয়ায় বহুকাল দেখা যায়নি বলেও অনেক বিশ্লেষকের দাবি৷
এদিকে সিরিয়া যুদ্ধের কারণে সে দেশে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার একটা চিত্র তুলে ধরেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন৷ প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শুরু হওয়া পর থেকে সিরিয়ায় এ পর্যন্ত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে ১০ হাজারই শিশু৷
এসিবি/ডিজি (এএফপি, এপি, গার্ডিয়ান)
ইসলামি খেলাফত কায়েমের উদ্দেশ্যে সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট যা করছে, তা কি আপনি সমর্থন করেন? জানান নীচের ঘরে৷