ত্রিমাত্রিক মানচিত্র
৭ জুন ২০১২বিভিন্ন শহরের পথ-ঘাট ও ঘর-বাড়ির দিকনির্দেশনা ও অবস্থানের খুঁটিনাটি গ্রাহকের হাতে তুলে দিতে একে একে নানা পদক্ষেপ নিয়েছে ইন্টারনেট জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগল৷ অবশ্য ইতিমধ্যে তাদের এমন উদ্যোগ বেশ কিছু দেশে সমালোচনার মুখে পড়েছে৷ বিশেষ করে ক্যামেরাযুক্ত ‘স্ট্রিট ভিউ' নামের গাড়িবহর পাঠিয়ে বিশ্বের বিভিন্ন শহরের অলি-গলির যে চিত্র ধারণ করেছে গুগল, তার বিরুদ্ধে ওঠে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ৷ ২০১০ সালে অবশ্য শেষ পর্যন্ত গুগল স্বীকার করেছে যে, ‘স্ট্রিট ভিউ' গাড়ি বহর থেকে বিভিন্ন ব্যক্তির হোম ওয়ারলেস নেটওয়ার্ক ব্যবহার করে ব্যক্তিগত ইমেল, পাসওয়ার্ড ও ব্যক্তিগত অন্যান্য তথ্য অসাবধানতাবশত সংগ্রহ করা হয়েছে৷
যাহোক, এবার গুগল ঘোষণা দিল প্রাথমিকভাবে বিশ্বের প্রধান শহরগুলোর আকাশে ক্যামেরাযুক্ত বিমান পাঠানোর কথা৷ তবে ঠিক কোন শহরগুলোতে বিমান পাঠানো হচ্ছে তা এখনও তারা প্রকাশ করেনি৷ বুধবার সংবাদ সম্মেলনে নমুনা হিসেবে সান ফ্রান্সিসকো নগরীর ত্রিমাত্রিক মানচিত্র প্রদর্শন করেছেন গুগল কর্তৃপক্ষ৷ সেখানে ‘গুগল আর্থ' প্রকল্পের পণ্য উৎপাদন ব্যবস্থাপক পিটার ব্যার্চ বলেন, ‘‘আমরা এমন একটি আবহ সৃষ্টির চেষ্টা করছি যেন আপনাদের মনে হবে যে, আপনারা নির্দিষ্ট শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছেন৷ ঠিক যেন আপনারা নিজেদের ব্যক্তিগত হেলিকপ্টারে করে নগরীর উপরে গিয়ে গোটা নগরীটি দেখতে পাচ্ছেন৷''
গুগল জানিয়েছে, প্রথম পর্যায়ে তারা বিশ্বের প্রধান প্রধান নগরীগুলোতে ক্যামেরাযুক্ত বিমান মোতায়েন করে প্রায় ৩০ কোটি মানুষের কাছে তাদের এই পরিষেবা পৌঁছে দিতে পারবে৷ এসব নগরীর মানুষ চলতি বছরের শেষ নাগাদ ত্রিমাত্রিক মানচিত্র ব্যবহারের সুযোগ পাবে৷ তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কিছু নগরীর জন্য ত্রিমাত্রিক মানচিত্র তৈরি হয়ে যাবে বলেও উল্লেখ করেন ব্যার্চ৷ আর এসব ত্রিমাত্রিক মানচিত্র দেখা যাবে গুগল অ্যান্ড্রয়েড এবং অ্যাপল এর আইওএস সফটওয়ার সমৃদ্ধ উন্নত মুঠোফোনগুলোতে৷
এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যান্ড্রয়েড সফটওয়ার ব্যবহারকারীরা তাদের মুঠোফোনে ইন্টারনেট সংযুক্ত না থাকলেও গুগল এর সরবরাহকৃত মানচিত্র দেখতে পাবেন বলেও আশার কথা শুনিয়েছেন গুগল ম্যাপস এর প্রকৌশল শাখার প্রধান ব্রায়ান ম্যাকক্লেন্ডন৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (ডিপিএ, রয়টার্স)
সম্পাদনা: সঞ্জীব বর্মন