1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইডি দপ্তরে সোনিয়া

২১ জুলাই ২০২২

ন্যাশনাল হেরাল্ড মামলায় বৃহস্পতিবার ইডি-র মুখোমুখি হচ্ছেন কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী। সঙ্গে থাকবেন মেয়ে প্রিয়াঙ্কা।

https://p.dw.com/p/4ESMb
সোনিয়া গান্ধী
ছবি: Atul Loke/Getty Images

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীর পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসারদের মুখোমুখি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দুপুর ১২টা নাগাদ মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে পৌঁছান সোনিয়া। প্রিয়াঙ্কা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনিও দপ্তরে থাকবেন। কারণ, সোনিয়া অসুস্থ।

বস্তুত, এর আগেই সোনিয়াকে তলব করেছিল ইডি। কিন্তু করোনার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাকে ডেকে পাঠায় ইডি।

ইডি সূত্রে জানা গেছে, মোট পাঁচজন অফিসার সোনিয়াকে জেরা করতে পারেন। তার মধ্যে একজন নারী অফিসারও থাকবেন।

রাহুল গান্ধীকে লাগাতার কয়েকদিন ধরে জেরা করেছিল ইডি। যা নিয়ে দিল্লির রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস। এদিন সোনিয়াকে ইডির তলব নিয়েও তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কংগ্রেস অফিসের সামনে সকাল থেকেই ছিলেন কংগ্রেসের ছোট-বড় সমস্ত নেতা। সোনিয়া ইডি অফিসে যাওয়ার পরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, ''কংগ্রেসকে বুঝতে হলে প্রধানমন্ত্রীকে আরো কয়েকবার জন্ম নিতে হবে। কংগ্রেস এবং গান্ধী পরিবারের দীর্ঘ ইতিহাস। বিজেপির পক্ষে তা বোঝা সম্ভব নয়।''

বস্তুত, এদিন সকালে কংগ্রেস একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়। সংকীর্ণ স্বার্থে বিজেপি একাজ করাচ্ছে বলে তাদের দাবি।

ন্যাশনাল হেরাল্ড চালাতে গিয়ে টাকার নয়-ছয় হয়েছে বলে রাহুল এবং সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ। সেই মামলাতেই বার বার ইডি ডেকে পাঠাচ্ছে কংগ্রেসের এই দুই শীর্ষ নেতাকে।

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)