ইটালিতে ক্যাম্প, কিন্তু বিশ্বকাপ ব্রাজিলে
২১ অক্টোবর ২০১৩স্থানটি হল দক্ষিণ টিরোলের পাহাড়ি এলাকার পাসিয়ের উপত্যকা৷ কোচ ইওয়াখিম ল্যোভ ও তাঁর দলের প্লেয়াররা সেখানে সান লিওনার্ডো পাঁচ-তারা হোটেলে দশদিন কাটাবেন৷ ১৯৯০ সালে ছিল ইটালিতে বিশ্বকাপ৷ সেবারেও জার্মান দল এই দক্ষিণ টিরোলেই প্রস্তুতি নিয়েছিল৷ বলতে কি, জার্মানি সেবার টুর্নামেন্ট জিতে চ্যাম্পিয়নও হয়৷ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের প্রস্তুতির জন্যও জার্মান দল এই মনোরম পাহাড়ে ঘেরা এলাকাতেই আসে - এবং বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করে৷
এবার দক্ষিণ টিরোলের এই ক্যাম্প শুরু হবে ১৯ মে'র পর, কেননা সেটাই হল সরকারিভাবে প্লেয়ারদের তাদের ক্লাব থেকে ছাড়া পাওয়ার তারিখ৷ তবে দক্ষিণ টিরোল ট্রেনিং ক্যাম্পের সঠিক দিন-তারিখ নির্দিষ্ট করা হবে আগামী ডিসেম্বর মাসের ছ'তারিখের পর, যেটা কিনা বিশ্বকাপের ড্র'এর তারিখ৷ টিরোলের ট্রেনিং ক্যাম্পের পর দল যাবে দক্ষিণ অ্যামেরিকা, বিশেষ করে সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য৷ তাছাড়া জেট ল্যাগ থেকে সেরে ওঠার ব্যাপারটাও আছে৷ বিশ্বকাপ শুরু হচ্ছে জুন মাসের ১২ তারিখ, চলবে জুলাই'এর ১৩ তারিখ অবধি৷ টুর্নামেন্ট শুরু হবার আগে জার্মানি টিউন-আপ করার জন্য তিনটি খেলা খেলবে, যার একটি হবে চ্যারিটি ম্যাচ৷
অন্যদিকে জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ ইতিমধ্যেই বলে দিয়েছেন যে, জার্মানি ব্রাজিলের গরম, আর্দ্রতা কিংবা বিশ্বকাপ আয়োজনে ছোটখাটো বিশৃঙ্খলা নিয়ে পাড়া মাথায় করবে না, কেননা ‘‘আমরা জানি পরিবেশ চূড়ান্ত হবে, টু্র্নামেন্টের আয়োজন, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা৷ কিন্তু আমরা দলকে তার জন্য তৈরি করব এবং কান্নাকাটি করব না৷ শুধু ও' নিয়ে ভাবলে আর মাথা গরম করলে দল আগে থেকেই হেরে বসে থাকবে৷''
এসি / এসবি (ডিপিএ, রয়টার্স)