1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনকে হারাল জার্মানি

Sanjiv Burman১৬ অক্টোবর ২০১৩

সুইডেনের সলনাতে মঙ্গলবার সাসপেন্সের কমতি ছিল না৷ দু'গোলে পিছিয়ে থেকে জার্মান দল শেষমেষ ৫-৩ গোলে জিতল৷ জার্মানির অবিশ্বাস্য রেকর্ড হলো, তারা বাইরে গিয়ে কখনো কোনো কোয়ালিফিকেশনের খেলায় হারেনি৷

https://p.dw.com/p/1A0a6
STOCKHOLM, SWEDEN - OCTOBER 15: Andre Schuerrle scores his teams third goal during the FIFA 2014 World Cup Qualifying Group C match between Sweden and Germany at Friends Arena Solna on October 15, 2013 in Stockholm, Sweden. (Photo by Lars Baron/Bongarts/Getty Images)
ছবি: Getty Images

গ্রুপ ‘সি'-তে জার্মানি এমনিতেই তালিকার শীর্ষে৷ তবুও এক বছর আগে সুইডেনের সঙ্গে গ্রুপের খেলায় ৪-৪ গোলে ড্র-এর প্রতিশোধ নেবার ব্যাপারটা ছিল৷ সেবার বার্লিনে চার গোলে পিছিয়ে থেকেও সুইডেন শেষমেষ একটা পয়েন্ট ছিনিয়ে নেয়৷ এবার যখন স্লাটান ইব্রাহিমোভিচ হলুদ কার্ডের (অ)কল্যাণে মাঠে থাকবেন না, তখন জার্মানির পক্ষে কাজটা সোজা হবারই কথা ছিল৷ কিন্তু জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ আবার দেখলেন, জার্মানির আসল দুর্বলতা তার প্রতিরক্ষায় – ঠিক প্রতিরক্ষাতেও নয়, বরং প্রতিরক্ষার সমন্বয়ে৷

ল্যোভ চান, তাঁর দল আগ্রাসী, আকর্ষণীয় ফুটবল খেলুক৷ ক্যাডারে অভিজ্ঞ সিনিয়র আর প্রতিভাবান জুনিয়রদের একটা চমৎকার ভারসাম্য গড়ে উঠেছে৷ প্লেয়ারদের ফিটনেস, দম কিংবা ফাইটিং স্পিরিটের কোনো অভাব নেই৷ বিশ্বকাপের আগে জার্মান দলকে যে বস্তুটি নিয়ে মাথা ঘামাতে হবে, কাজ করতে হবে, সেটি হলো কোঅর্ডিনেশন, বিশেষ করে ডিফেন্সে৷ ল্যোভের হাতে কিন্তু বিশ্বকাপের আগে খুব বেশি আন্তর্জাতিক ফ্রেন্ডলি থাকবে না৷ তবে ২৮ পয়েন্ট, ৩৬টি গোল (জাতীয় রেকর্ড!), নয়টি জিত এবং একটি ড্র নিয়ে কোয়ালিফিকেশন শেষ করাটাই দেখাচ্ছে, ব্রাজিল বিশ্বকাপে জার্মানি একজন দুঁদে প্রতিযোগী হবে৷ ওদিকে গ্রুপের দ্বিতীয় হিসেবে সুইডেনের হাতে রইল প্লে-অফ৷

স্পেন তো যাবেই

স্বদেশের মাঠে জর্জিয়াকে ২-০ গোলে হারাতে স্পেনকে বিশেষ কষ্ট করতে হয়নি৷ নেগ্রেদো আর মাতার দু'টি গোলেই কাজ হয়ে গিয়েছে৷ বিশ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই'-এর শীর্ষে অভিযান শেষ করল স্পেন, দ্বিতীয় ফ্রান্সের থেকে তিন পয়েন্টে এগিয়ে থেকে৷ ফ্রান্স ফিনল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে প্লে-অফে যাচ্ছে৷

Baden-Wuerttemberg/ Fussball, 1. Bundesliga, Saison 2011/12, 32. Spieltag, TSG 1899 Hoffenheim - Bayer 04 Leverkusen, Samstag (21.04.12), Wirsol Rhein-Neckar-Arena, Sinsheim: Leverkusens Andre Schuerrle jubelt nach seinem Tor zum 0:1. +++ Achtung Bildredaktionen: Die Verwendung der Bilder fuer die gedruckten Ausgaben der Zeitungen und andere Print-Medien ist ohne Einschraenkungen moeglich. Die DFL erlaubt ausserdem die Publikation und Weiterverwertung von maximal sechs Bildern pro Spiel im Internet. Eine Weiterverwertung im IPTV Mobilfunk und durch sonstige neue Technologien ist erst 2 Stunden nach Spielende der jeweiligen Wettbewerbsspiele der Bundesliga und 2. Bundesliga erlaubt!!! Foto: Ronald Wittek/dapd
শ্যুর্লের হ্যাট্রিকে সুইডেনকে হারাল জার্মানিছবি: dapd

স্পেনের কোচ দেল বস্কে মঙ্গবারের জয়ের পরও কোয়ালিফিকেশনকে বলেছেন ‘‘একটা রুটিন ব্যাপার''৷ ইংল্যান্ডের কোচ রয় হজসন কিন্তু বলেছেন, পোল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের খেলা দেখতে দেখতে তাঁর অবস্থা হয়েছিল ‘একবার না মরিয়া মরে শতবার'৷ রুনি আর জেরার্ডের গোলে ইংল্যান্ড শেষমেষ জেতে ২-০ গোলে এবং গ্রুপ ‘এইচ'-এর শীর্ষে কোয়ালিফিকেশন শেষ করে৷ কোয়ালিফাই না করতে পারাটাই যেমন ইংল্যান্ডের দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, তেমন ফুটবলের মাতৃভূমি এই ফুটবল-পাগল দেশটি না থাকলে বিশ্বকাপই বা জমবে কি করে?

কোয়ালিফাই করে আহ্লাদে আটখানা হবার কথাই যদি বলতে হয়, তবে অবশ্যই বসনিয়া-হের্জেগোভিনার নাম করতে হবে৷ তারা লিথুয়ানিয়াকে ১-০ গোল হারিয়ে দেশের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করার পর গোটা দেশটাই যেন উৎসবে মেতে উঠেছে৷ যেমন বেলজিয়ানরাও ওয়েলস-এর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর আনন্দে আত্মহারা – কেননা তার মানে বেলজিয়ামও এবার ব্রাজিল যাচ্ছে৷

যে দক্ষিণ অ্যামেরিকায় বিশ্বকাপ

মঙ্গলবার সান্টিয়াগোয় চিলি হারায় ইকুয়েডরকে ২-১ গোলে, যার ফলে দু'টি দলই কোয়ালিফাই করল৷ কিন্তু এর ফলে উরুগুয়ে গ্রুপ বিজয়ী আর্জেন্টিনাকে মন্টেভিডেও-তে ৩-২ গোলে হারিয়েও এখন নভেম্বরে জর্ডানের সঙ্গে প্লে-অফে যাচ্ছে৷ নয়টি দেশের গ্রুপে প্রথম চারটি স্থানে যারা আছে, তারা অটোম্যাটিকালি কোয়ালিফাই করবে: এক্ষেত্রে আর্জেন্টিনা, কলোম্বিয়া, চিলি এবং ইকুয়েডর৷

ওদিকে উত্তর এবং মধ্য অ্যামেরিকা ও ক্যারিবিয়ানের গ্রুপে হন্ডুরাস শেষ অটোম্যাটিক কোয়ালিফাইং স্পটটি দখল করেছে কিংস্টনে জামাইকার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে৷ মেক্সিকো পাচ্ছে প্লে-অফের সুযোগ কেননা পানামা অতি দুঃখজনকভাবে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য