1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে একঘরে হয়ে পড়লো জার্মানির এএফডি

২৪ মে ২০২৪

ইউরোপীয় পার্লামেন্টে চরম দক্ষিণপন্থি সংসদীয় গোষ্ঠী জার্মানির এএফডি দলকে বহিষ্কার করেছে৷ ফলে নির্বাচনের ঠিক আগে দলটির গ্রহণযোগ্যতা বড় ধাক্কা খেলো৷ জার্মানির বাকি দলগুলিও এএফডি-র উপর চাপ বাড়াচ্ছে৷

https://p.dw.com/p/4gDxb
জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডি এর নির্বাচনি প্ল্যাকার্ড
জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডিকে নিষিদ্ধ করার দাবিও উঠেছেছবি: Müller-Stauffenberg/IMAGO

আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগে ইউরোপের চরম দক্ষিণপন্থি শিবিরে ভাঙন দেখা যাচ্ছে৷ পার্লামেন্টে ‘আইডেন্টিটি অ্যান্ড ডেমোক্র্যাসি' নামের সংসদীয় গোষ্ঠী বৃহস্পতিবার জার্মানির এএফডি দলকে বহিষ্কার করেছে৷ অর্থাৎ আগামী ৬ থেকে ৯ই জুন পার্লামেন্ট নির্বাচনের পর এএফডি দলের সদস্যরা সেই গোষ্ঠীর অংশ হতে পারবেন না৷ এতকাল দলের নয় জন সদস্য সেই গোষ্ঠীর মধ্যে ছিলেন৷ ফ্রান্সের ন্যাশানাল ব়্যালি, ইটালির লিগ এবং বেলজিয়াম, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের দলগুলি জার্মানির এএফডি দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে প্রস্তুত নয়৷ এভাবে তারা নির্বাচনে ভোটারদের কাছে আরো গ্রহণযোগ্য হয়ে ওঠার আশা করছে৷ ইসিআর নামের অন্য এক সংসদীয় গোষ্ঠীর অংশ হিসেবে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্রাদার্স অফ ইটালি দলও সেই পথেই চলতে আগ্রহী৷

ইউরোপের চরম দক্ষিণপন্থি শিবিরের একাধিক দল মূল স্রোতের রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা করতে আগ্রহী৷ এমন শক্তি ইতোমধ্যেই ইটালির জোট সরকারের শরিক হয়েছে৷ ফ্রান্সে জনমত সমীক্ষায় ন্যাশানাল ব়্যালি যথেষ্ট এগিয়ে রয়েছে৷ প্রথমে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন, তারপর প্রেসিডেন্ট নির্বাচনেও সাফল্যের আশা করছেন দলের নেত্রী মারিন ল্য পেন৷ ভোটারদের কাছে ‘স্বাভাবিক' বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে অনেক বিষয়ে সুর নরম করে দায়িত্বজ্ঞান দেখাতে আগ্রহী চরম দক্ষিণপন্থি শিবির৷ কিন্তু একাধিক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে জার্মানির এএফডি দল৷ ফলে জার্মানির বাকি রাজনৈতিক দলগুলি এএফডি-র সঙ্গে কোনোরকম সহযোগিতার পথে যেতে নারাজ৷ মূল স্রোতের দলগুলির দুর্বলতার সুযোগ নিয়ে তারা আরো ফায়দা তুলতে চায়৷

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে শীর্ষ প্রার্থী মাক্সিমিলিয়ান ক্রা একাধিক বিতর্কে জড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছে এএফডি দল৷ রাশিয়া ও চীনের সঙ্গে তাঁর সন্দেহজনক সম্পর্কের তদন্ত চলছে৷ তার উপর ইটালির এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জার্মানির নাৎসি জমানার এসএস বাহিনীর অপরাধ লঘু করে দেখানোর চেষ্টা করেছেন৷ চাপের মুখে এএফডি ক্রা-কে নির্বাচনি প্রচার থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে শুধু শীর্ষ প্রার্থী নয়, এএফডি দলের অন্যান্য অনেক নেতাও সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছেন৷ জার্মানি থেকে দশ লাখ বিদেশিকে জোর করে আফ্রিকায় পাঠানোর ষড়যন্ত্রেও দলের নাম জড়িয়ে পড়েছে৷ জনমত সমীক্ষায় দলের প্রতি সমর্থনও আগের তুলনায় কিছুটা কমে গেছে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন অবশ্য ইউরোপের চরম দক্ষিণপন্থি শিবিরের সব দল সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ তাঁর মতে, নাম ভিন্ন হলেও তারা সবাই আসলে এক৷ পুটিনের হাতের পুতুল হিসেবে এই শক্তি ইউরোপের মূল্যবোধ নষ্ট করতে চায় বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স'-এ মন্তব্য করেছেন৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য