শীর্ষ প্রার্থীকে নির্বাচনি প্রচারণা থেকে দূরে সরালো এএফডি
২৩ মে ২০২৪রাশিয়া ও চীনের সঙ্গে সন্দেহজনক সম্পর্ক রাখার অভিযোগে ক্রাহর বিরুদ্ধে তদন্ত চলছে৷ এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নাৎসি আমলের এসএস বাহিনীর সবাই ‘অপরাধী' ছিলেন না৷ হিটলারের সময় এসএস একটি আধাসামরিক বাহিনী ছিল৷ ৬০ লাখের বেশি ইহুদি হত্যায় এই বাহিনীর অন্যতম ভূমিকা ছিল৷
সপ্তাহান্তে ইটালির সংবাদপত্র লা রিপাবলিকাতে দেওয়া সাক্ষাৎকারে এসএস নিয়ে ঐ মন্তব্য করেছিলেন ক্রাহ৷ তার এই বক্তব্যের পর জার্মানি ও ফ্রান্সের চরম ডানপন্থি দলের মধ্যে বিভাজন দেখা দেয় বলে জানিয়েছে ফ্রান্সের প্রচারমাধ্যম ফ্রান্স ইনফো৷ ফ্রান্সের চরম ডানপন্থি দলের নেতা মারিন ল্য পেন বলেছেন, আগামী মাসের ইইউ নির্বাচনের পর তার দল ন্যাশনাল ব়্যালি জার্মানির এএফডির সঙ্গে একই সংসদীয় গ্রুপে বসবে না৷
ক্রাহর বক্তব্যের এমন প্রতিক্রিয়ার পর এএফডির শীর্ষ নেতারা বুধবার আলোচনায় বসেছিলেন৷ বৈঠক শেষে ক্রাহ জার্মানির ভেল্ট সংবাদপত্রকে ইইউ নির্বাচনে ভোটগ্রহণের আগে আর প্রচারণা না চালানোর ও দলের কেন্দ্রীয় কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান৷
এরপর এএফডির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়৷ এতে বলা হয়, ক্রাহর বিতর্কিত মন্তব্যের কারণে ‘চলমান নির্বাচনি প্রচারণার মধ্যে দলের অনেক ক্ষতি হয়েছে'৷
ক্রাহ অবিলম্বে দলের কেন্দ্রীয় কমিটি থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়৷
সাম্প্রতিক সময়ে এএফডির বিরুদ্ধে টানা বিক্ষোভ হয়েছে৷ বিদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিকদের জার্মানি থেকে বের করে দেওয়া সংক্রান্ত বৈঠকে এএফডির কয়েকজন শীর্ষ নেতার অংশ নেওয়ার খবর প্রকাশের পর এই বিক্ষোভ হয়৷
জরিপ বলছে, আসন্ন ইইউ নির্বাচনে ডানপন্থি দলগুলো রেকর্ড ভোট পাবে৷ অভিবাসন ও উচ্চ মূল্যস্ফীতিসহ নানা ইস্যুতে মূলধারার দলগুলোর প্রতি ভোটারদের ক্ষোভ এর কারণ বলে বিশ্লেষকরা বলছেন৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)