গ্রামীণ ব্যাংক
২৩ সেপ্টেম্বর ২০১২গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে গত বৃহস্পিতবার সিলেকশন কমিটি গঠন করেন ব্যাংকটির চেয়ারম্যান মোজাম্মেল হক৷ সেই কমিটিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য তাহসিনা খাতুনকে সদস্য করা হয়৷ কিন্তু তাহসিনা খাতুন ডয়চে ভেলেকে জানান, ‘পরিচালনা পর্ষদের মতামত উপেক্ষা করেই সিলেকশন কমিটি গঠন করা হয়েছে৷' আর তাকে সদস্য করা হয়েছে তাঁর মতামত না নিয়েই৷
তাহসিনা খাতুন জানিয়েছেন, তারা (পরিচালনা পর্ষদ) এই সিলেকশন কমিটি প্রত্যাখ্যান করেছেন৷ তিনি বলেন, ‘‘গ্রামীণ ব্যাংকের বিধি পরিবর্তন করে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করা হয়েছে৷''
তিনি বলেন, ‘‘গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে সিলেকশন কমিটি গঠন করতে হবে৷ আমরা তাঁর নেতৃত্বে একটি সিলেকশন কমিটি গঠনও করছিলাম৷ কিন্তু সরকার বা চেয়রাম্যান তা মানেননি৷''
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ গ্রহীতা এই নারী জানান, তাঁরা কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না৷ গ্রামীণ ব্যাংকের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে প্রয়োজন৷ তাই তাদের মতামত নিয়ে সিলেকশন কমিটি গঠন না করলে তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন৷
প্রসঙ্গত, ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহী৷ গত বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে বিতর্ক চলছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম