ইউক্রেনকে ভারি অস্ত্র সরবরাহের অনুমতি দিতে পারে জার্মানি
২৬ এপ্রিল ২০২২রাশিয়ার হামলার মোকাবিলা করতে ইউক্রেন আন্তর্জাতিক সহযোগীদের কাছে দ্রুত আরও ভারি অস্ত্র ও গোলাবারুদের আবেদন করে চলেছে৷ অ্যামেরিকাসহ বেশ কিছু দেশ সেই ডাকে সাড়া দিয়ে ইউক্রেনের সেনাবাহিনীকে আরও সহায়তার উদ্যোগ নিলেও জার্মানি এখনো দ্বিধা ঝেড়ে ফেলতে পারছে না৷ দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার দ্রুত সিদ্ধান্তের অঙ্গীকার করেছে৷ তবে এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা স্থির করা হয় নি৷
জার্মানির ‘রাইনমেটাল’ নামের অস্ত্র কোম্পানি জানিয়েছে, যে তারা ‘মার্ডার’ মডেলের ১০০টি পুরানো সামরিক যান দ্রুত ইউক্রেনকে সরবরাহ করতে পারে৷ নিয়ম অনুযায়ী জার্মানির জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই সেগুলি পাঠানো যেতে পারে৷ চ্যান্সেলর হিসেবে শলৎস সেই পরিষদের প্রধান৷ ‘ডি ভেল্ট’ সংবাদপত্রের সূত্র অনুযায়ী গত সপ্তাহে অর্থনীতি মন্ত্রণালয়ের কাছে অনুমতির আবেদন করা হয়েছে৷ সেই কোম্পানি সেইসঙ্গে ৮৮টি পুরানো ‘লেওপার্ড ৮৮’ ট্যাংকও পাঠাতে পারে বলে দাবি করেছে সেই সংবাদপত্র৷ রাইনমেটাল অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করে নি৷ উল্লেখ্য, জার্মানির সরকার এভাবে ইউক্রেনকে জার্মানি থেকে সরাসরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে ভারি অস্ত্রের ক্ষেত্রে সরকারি অনুমতির নিয়মে কোনো হেরফের হচ্ছে না৷
ইউক্রেনের সেনাবাহিনী মূলত সোভিয়েত আমলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করতে অভ্যস্ত বলে বিপদের সময়ে পূর্ব ইউরোপসহ অন্যান্য উৎস থেকে সে দেশকে সেই ধরনের সরঞ্জাম পাঠানোর উদ্যোগ চলছে৷ এ ক্ষেত্রে জার্মানিও স্লোভেনিয়ার মতো দেশের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেছে৷ অর্থাৎ স্লোভেনিয়া ইউক্রেনকে প্রয়োজনীয় ট্যাংক সরবরাহ করলে সে দেশকে বিকল্প হিসেবে জার্মান ট্যাংক সরবরাহ করবে৷ রাইনমেটাল কোম্পানি সরাসরি ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার অনুমতি পেলে সঙ্গে প্রশিক্ষণেরও প্রস্তাব দিয়েছে৷ যন্ত্রাংশ ও মেরামতির দায়িত্বও পালন করবে সেই কোম্পানি৷ সংবাদ সংস্থা ডিপিএ এই সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে এমন দাবি করেছে৷
‘ডি ভেল্ট’ সংবাদপত্রের সূত্র অনুযায়ী ‘ক্রাউস মাফাই ভেগমান’ নামের জার্মানির আরেকটি কোম্পানিও ইউক্রেনকে ভারি সামরিক সরঞ্জাম সরবরাহ করতে আগ্রহী৷ সরকারি অনুমতি পেলে ১০০টি সেল্ফ প্রপেল্ড হাউইৎসার কামান ইউক্রেনের হাতে তুলে দিতে পারে এই কোম্পানি, যেগুলি ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হামতে পারে৷ উল্লেখ্য, নেদারল্যান্ডসও একই ধরনের ৪০টি কামান ইউক্রেনকে সরবরাহ করছে৷ জার্মান সরকার সেই প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে৷
এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)