1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামাক আইন আরো কড়া

Sanjiv Burman২ মার্চ ২০১৪

আগামীতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-তে সিগারেটের প্যাকেটের উপর রোগীদের ভয়াবহ, অপ্রীতিকর সব ছবি থাকবে এবং মেন্থল সিগারেট নিষিদ্ধ করা হবে৷ ইইউ পার্লামেন্ট বুধবার এই সব ধূমপান বিরোধী নিয়মকানুন অনুমোদন করে৷

https://p.dw.com/p/1BHvU
EU-Parlament Abstimmung Tabakrichtlinien Schockbilder
ছবি: Imago/teutopress

ইইউ-এর স্বাস্থ্য কমিশনার টোনিও বোর্গ মন্তব্য করেন: ‘‘তামাকজাত পণ্য যা-তে স্বাদে ও আকৃতিতে সত্যিই তামাকের মতো দেখতে হয়, তা নিশ্চিত করার মাধ্যমে এই নতুন নিয়মাবলী ইইউ-তে যে সব মানুষ সদ্য ধূমপানের অভ্যাস শুরু করতে চলেছেন, তাদের সংখ্যা কমাতে সাহায্য করবে৷''

তিনি যুক্তি দেখান যে, মানুষের স্বাস্থ্যের উপর তামাক সেবনের ‘‘মারাত্মক প্রভাব'' পড়ে; বছরে প্রায় সাত লক্ষ ইউরোপীয় তামাক সংশ্লিষ্ট রোগে প্রাণ হারান; ধূমপায়ীরা গড়ে ১৪ বছর কম বাঁচেন৷ অন্যদিকে নতুন নিয়মাবলীর বিরোধী – বিশেষ করে সিগারেট শিল্পের যুক্তি ছিল যে, এর ফলে বেআইনি সিগারেট পাচার বাড়বে, শুল্ক ও কর থেকে সরকারের আমদানি কমবে এবং বহু মানুষের চাকরি যাবে৷

নতুন নিয়ম অনুযায়ী সিগারেটের প্যাকেটের উপরে ও পিছনের ৬৫ শতাংশ এলাকা জুড়ে থাকবে স্বাস্থ্যহানি সংক্রান্ত সাবধানবাণী এবং সংশ্লিষ্ট রোগ ও রোগীদের ছবি৷ যে সব দেশ কোনো ছবি কি রং ছাড়াই ‘প্লেইন প্যাকেজিং' চালু করতে চায়, তারা তা করতে পারবে৷ ফ্লেভার অথবা গন্ধ যুক্ত বিশেষ ধরনের সিগারেট পুরোপুরি নিষিদ্ধ করা হবে – যেমন মেন্থল সিগারেট৷ তবে তার একটি ‘ফেজ-আউট', অর্থাৎ ধীরে ধীরে প্রত্যাহারের সময়কাল থাকবে৷ মেন্থল সিগারেট বাজার থেকে পুরোপুরি উঠে যাবে ২০২০ সালের মধ্যে৷

তথাকথিত ই-সিগারেট বা ইলেকট্রনিক সিগারেটও নিয়ন্ত্রণ করা হবে – কেননা তাদের ‘ঔষধের' পর্যায়ে ফেলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷ অনুরূপভাবে ‘স্লিম' বা বিশেষভাবে পাতলা সিগারেটগুলি নিষিদ্ধ করা চেষ্টাও ব্যর্থ হয়েছে – তবে তাদের প্যাকেটও অতো রঙচঙা, মনোলোভা হলে চলবে না৷ অন্যান্য নিয়মাবলীর লক্ষ্য হল তামাক জাত বেআইনি পণ্য, এবং সিগারেট ও তামাক জাত পণ্যের অনলাইন বিক্রির প্রসার রোখা৷

ইইউ সংসদ ৫১৪ বনাম ৬৬ ভোটে এই নতুন নিয়মাবলী অনুমোদন করেছে৷ ইইউ দেশগুলির সরকারবর্গ ১৪ই মার্চ তাদের চূড়ান্ত অনুমোদন দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে৷ তারপরও এই নিয়মাবলীকে স্বদেশের আইনে পরিণত করার জন্য দু'বছর সময় থাকবে৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য