ইইউ ঐক্যে চিড় কাটাতে আলোচনা চলছে
২০ জুলাই ২০২০বিপদ বা সংকটের মুখে ঐক্যবদ্ধ থাকা কতটা জরুরি, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সে বিষয়ে সচেতন থাকা উচিত৷ করোনা সংকটের জের ধরে অভূতপূর্ব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে এই রাষ্ট্রজোট৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন মন্দার আশঙ্কা কখনো দেখা যায় নি৷ বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে অবিলম্বে পদক্ষেপ না নিলে এমনকি ইইউ-র অস্তিত্বের সংকটের আশঙ্কা করছে অনেকে৷ তা সত্ত্বেও কিছুতেই সেই প্রণোদনা কর্মসূচি সম্পর্কে ঐকমত্যে আসতে পারছেন না ইইউ নেতারা৷ বহুকাল পর শুক্রবার ব্রাসেলসে সশরীরে মিলিত হওয়ার পর থেকে তর্ক-বিতর্ক চলে আসছে৷ শীর্ষ সম্মেলনের সময়সীমা বার বার বাড়ানো হচ্ছে৷ সোমবার সকালেও নিষ্পত্তি হয় নি৷
ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল হাল ছাড়তে প্রস্তুত নন৷ শুক্রবার থেকে তিনি শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলে ঐকমত্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, যে ইইউ দেশগুলিতে করোনা ভাইরাসের কারণে এখনো পর্যন্ত ছয় লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে৷ তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রমের পর তিনি ইইউ-র ‘মিশন ইমপসিবল' সম্ভব হয়েছে, সংবাদপত্রে এমন শিরোনাম দেখার ইচ্ছা প্রকাশ করেন৷ শেষ করে ‘ফ্রুগাল ফোর' বলে পরিচিত চারটি দেশ – নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের নেতাদের সংশয় দূর করতে তিনি প্রস্তাবিত আর্থিক সহায়তার খসড়ায় বার বার রদবদল করেছেন৷ কিন্তু দরকষাকষি বন্ধ হচ্ছে না৷
৭৫,০০০ কোটি ইউরো অঙ্কের প্রস্তাবিত কর্মসূচির বণ্টন নিয়ে মতপার্থক্য কিছুতেই কাটছে না৷ ‘ফ্রুগাল ফোর' গোষ্ঠী ও ফিনল্যান্ড বিনা শর্তে অনুদানের অঙ্ক যতটা সম্ভব কম রাখতে চায়৷ তার বদলে ঋণের অঙ্ক বাড়ানোর প্রস্তাব দিচ্ছে এই দেশগুলি৷ অন্যদিকে ইটালি, স্পেন ও ফ্রান্সের মতো দেশ বর্তমান সংকটের মুখে পরিস্থিতি সামাল দিতে বিনা শর্তে দ্রুত অনুদানের পক্ষে৷ উত্তরের দেশগুলির আপত্তি কাটাতে দীর্ঘমেয়াদী ইইউ বাজেটে রিবেট বা ছাড়ের অঙ্ক বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে৷ ইটালির প্রধানমন্ত্রী জুসেপে কন্টে ৪টি দেশের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ করেন৷
ইইউ শীর্ষ সম্মেলনে হাঙ্গেরি ও পোল্যান্ডের বর্তমান সরকারের বিতর্কিত নীতিকে কেন্দ্র করেও মতপার্থক্য সৃষ্টি হয়েছে৷ গণতান্ত্রিক নীতি বর্জন করলে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে অনুদান বন্ধ রাখার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানাচ্ছে এই দুই দেশের সরকার৷ এমন শর্ত কার্যকর হলে এই দুই দেশের সরকার আর্থিক কর্মসূচির বিরুদ্ধে ভেটো প্রয়োগের হুমকি দিচ্ছে৷
এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)