তত্ত্বাবধায়ক সরকার
৩ জুন ২০১২বিএনপি আগামী ১০ই জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায়৷ কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী৷ বিএনপি অনেক কিছুই দাবি করতে পারে৷ আলাপ আলোচনার মাধ্যমে এসব দাবি যৌক্তিক কিনা তা বিবেচনাও করা যেতে পারে ৷ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি'র নতুন কোন প্রস্তাব থাকলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে৷ তিনি মনে করেন নির্বাচন যত এগিয়ে আসবে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব তত কমবে৷
তবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন , তাঁরা নির্বাচন পদ্ধতি নিয়ে বিকল্প কোন প্রস্তাব দেবেন না৷ তাঁদের সাফ কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে৷ আর আলোচনা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে সংবিধানে ফিরিয়ে আনা যায় তা নিয়ে৷
আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, কোন দেরী নয়, ১০ই জুনের মধ্যেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে৷ এর জবাবে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আরেক নাম ভয়-ভীতি৷ দেশের মানুষের মাঝে ভয়-ভীতি ফিরিয়ে আনা যায় না৷ নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে৷
এদিকে, আদালতে ভাঙচুরের মামলায় এ্যাডভোকেট সানাউল্লহ মিয়াসহ বিএনপি পন্থী ২৫ জন আইনজীবিকে ১৯শে জুন পর্যন্ত জামিন দিয়েছেন ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলাম৷ তার আজ আদালতে আত্মমর্পন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন৷ এর আগে উচ্চ আদালত তাঁদের ২রা জুন পর্যন্ত জামিন দিয়ে এরমধ্যে নিম্ন আদালতে তাদের হাজির হতে বলেছিল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়