বিএনপি’র প্রস্তুতি
৩ জুন ২০১২বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই কারগারে থাকলেও সমাবেশ সফল করতে আজ থেকে মত বিনিময় শুরু করবেন খালেদা জিয়া৷
বিএনপি ধরেই নিয়েছে সরকার ১০ জুনের মধ্যে তাদের দাবী মেনে নিচ্ছে না৷ তাই তারা পরবর্তী কর্মসূচি নিয়ে কাজ করছে৷ বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে থাকায় বাইরে থাকা সিনিয়র নেতা তরিকুল ইসলামকে দিয়ে দল গোছানোর কাজ শুরু হয়েছে৷ ৩৫ টি কমিটি গঠন করা হয়েছে যারা সারা দেশের তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত করছেন৷ বিএনিপর এখন প্রধান টার্গেট ১১ জুনের মহাসমাবেশ সফল করা৷ যা ডয়চে ভেলেকে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷
বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ডয়চে ভেলেকে জানান, ‘‘হাতে তেমন সময় না থাকলেও তারা মহাসমাবেশ সফল করতে পারবেন৷ তাদের নেতা-কর্মীদের মনোবল অটুট আছে৷ তারা চান সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে৷''
ব্যারিস্টার মওদুদ বলেন, মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া৷ ১১ জুনের দু'একদিন আগে কর্মসূচি চূড়ান্ত হবে৷
আর আজ থেকে খালেদা জিয়া সামনের মহাসমাবেশ এবং করণীয় নিয়ে মতবিনিময় শুরু করবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই