বিদ্রোহীদের সরিয়ে নেয়ার প্রস্তুতি
১৫ ডিসেম্বর ২০১৬মন্ত্রণালয়ের এক বিবৃতি বলছে, ‘‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের নির্দেশে রাশিয়ার যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সংস্থা সিরীয় কর্তৃপক্ষের সহায়তায় পূর্ব আলেপ্পোতে থাকা বিদ্রোহী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে৷''
২০ টি বাস ও অ্যাম্বুলেন্সে করে বিদ্রোহীদের ইডলিব শহরে নিয়ে যাওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে৷
এর আগে বুধবার এই স্থানান্তর প্রক্রিয়া শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে গিয়েছিল৷ এরপর বুধবার রাতে আবার নতুন চুক্তি হয়েছে৷
বিদ্রোহীদের পূর্ব আলেপ্পো থেকে চলে যাওয়া হবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি বড় বিজয়, কেননা ২০১২ সাল থেকে দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই শহরের একটি অংশ বিদ্রোহীদের দখলে রয়েছে৷ সেই অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে নভেম্বরের মাঝামাঝি থেকে অভিযান শুরু করে সিরীয় নিরাপত্তা বাহিনী৷ এই অভিযানে ৬২ জন শিশুসহ ৪৬৫ জন নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে লন্ডনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ একই সময়ে শহরের সরকার নিয়ন্ত্রিত অংশে বিদ্রোহীদের চালানো রকেট হামলায় ৪২ জন শিশুসহ ১৪২ জন নিহত হয়৷
এদিকে জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, গত কয়েকদিনে ১১ জন নারী ও ১৩ জন শিশুসহ কমপক্ষে ৮২ জনকে হত্যা করা হয়েছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য খবর আছে৷
২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার যুদ্ধে তিন লক্ষ ১২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷
নিভে গিয়েছিল আইফেল টাওয়ারের লাইট
আলেপ্পোর মানুষদের ‘অসহনীয়' অবস্থার প্রতিবাদে বুধবার রাত আটটার সময় প্যারিসের আইফেল টাওয়ারের লাইট নিভিয়ে দেয়া হয়েছিল৷
ইইউ সম্মেলনে সিরিয়া প্রসঙ্গ
বৃহস্পতিবার একদিনের জন্য শীর্ষ সম্মেলনে মিলিত হবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা৷ সেখানে অনেক বিষয় আলোচিত হবে৷ এর মধ্যে থাকবে সিরিয়া প্রসঙ্গও৷ আলেপ্পোতে সিরীয় সরকার ও রাশিয়ার চালানো অভিযানের কঠোর সমালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে৷ সম্মেলনে শরণার্থী সমস্যা, ইইউ-তুরস্ক চুক্তি, ইউক্রেন, ব্রেক্সিট ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হবে৷
জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)