মুক্তির অপেক্ষায় মির্জা ফখরুল-আমীর খসরু
১৪ ফেব্রুয়ারি ২০২৪বিজ্ঞাপন
এ আদেশে বিএনপির শীর্ষ এই দুই নেতার মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী৷ পৃথক দুই জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন৷
এ মামলায় এর আগে বিভিন্ন দফায় হাইকোর্ট ও নিম্ন আদালতে মোট চারবার মির্জা ফখরুলের জামিন আবেদন খারিজ হয়৷
আমীর খসরুর জামিন আবেদন খারিজ হয় চার বার৷
গত ২৮ অক্টোবর রাজনৈতিক সহিংসতার ঘটনায় রমনা ও পল্টন থানায় করা আরও ১০ মামলায় এর আগে জামিন পান ফখরুল৷ এর মধ্যে ছয়টি মামলা পল্টন মডেল থানায় এবং বাকিগুলো রমনা মডেল থানায় করা হয়৷
এপিবি/এসিবি (ডেইলি স্টার বাংলা)
গতবছরের ২৮ অক্টোবরের ছবিঘরটি দেখুন...