1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

৭ ডিসেম্বর ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট৷

https://p.dw.com/p/4ZrnR
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল কারাগারে আছেন৷ছবি: DW

বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন৷ এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে৷

গত ২৮ অক্টোবরপ্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি শেষে জামিন না দিয়ে রুল জারি করেন আদালত৷

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন জামিন আবেদন করেছিলেন৷

রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর কারাগারে যান মির্জা ফখরুল৷ সেদিন সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ পরে তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়৷ রাতে ডিবির গাড়িতে করে মির্জা ফখরুলকে আদালতে আনা হয়৷

২২ নভেম্বর ঢাকার একটি আদালত মামলায় মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন৷

কেএম/জেডএইচ (ডেইলি স্টার)

২৮ অক্টোবরের ছবিঘরটি দেখুন...