দ্রুত আরোগ্য কামনা
২ ডিসেম্বর ২০১৩হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরটি ফেসবুকে জানান আরিফ জেবতিক নিজেই৷ রবিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অবস্থানকালে নিজের প্রোফাইলে তিনি জানান, ‘‘আর্মি স্টেডিয়ামের ১৬ নম্বর গেটের কাছে কোন বন্ধু থাকলে দ্রুত আসুন৷'' এই বার্তা দ্রুতই ছড়িয়ে যায় ফেসবুকে৷
আরিফ জেবতিকের ফেসবুক প্রোফাইল থেকে পরের পোস্টটি করেন তাঁর ভাই নাসিম৷ তিনি জেবতিকের মারাত্মক হৃদরোগে আক্রান্তের খবর জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন৷
ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স' জয়ী ব্লগার আরিফ জেবতিকের দ্রুত আরোগ্য কামনা করে ব্লগ এবং ফেসবুকে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রাগিব হাসান ফেসবুকে লিখেছেন, ‘‘আরিফ জেবতিক ভাইকে কখনো দেখিনি, কিন্তু অনলাইনে উনার সাথে ইন্টারেকশন সেই ২০০৬ সাল থেকে সামহয়্যার... ইনব্লগের আমল থেকেই৷ সেই আরিফ ভাই হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন৷ উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আসুন সবাই সেটার জন্যই দোয়া করি৷''
বলাবাহুল্য, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী আরিফ জেবতিক৷ এই আন্দোলনে তাঁর সহযোদ্ধা অমি রহমান পিয়াল ফেসবুকে লিখেছেন, ‘‘...হে নবপ্রজন্ম , আজ বড় দুঃসময়৷ সঙ্গে যোগ হয়েছে আরিফ জেবতিকের অসুস্থতার খবর৷ আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে আবারও যুদ্ধে শামিল হবে৷''
বাংলা ভাষায় প্রথম কমিউনিটি ব্লগ সামহয়্যার ইন ব্লগে একসময় নিয়মিত লিখতেন আরিফ জেবতিক৷ এই ব্লগ সাইটে তাঁর অসুস্থতার তথ্য প্রকাশ করেছেন ব্লগার স্মিথ হাসান৷ তিনি লিখেছেন, ‘‘এনজিওগ্রাম করার পর তিনি এখন আশঙ্কামুক্ত৷ উনার হার্টে কিছু ব্লক ছিলো৷''
সংগীত শিল্পী এবং শাহবাগ আন্দোলনের অন্যতম কর্মী প্রীতম আহমেদ হাসপাতালে আরিফ জেবতিককে দেখতে গিয়েছিলেন৷ তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘আরিফ ভাইয়ের সঙ্গে তার স্ত্রী, ভাই, ঘনিষ্ঠজনসহ পরিবারের সবাই আছেন৷ ইমারজেন্সি থেকে অপারেশন শেষে সিসিইউতে নেয়া পর্যন্ত অনেকের সাথে আমিও উপস্থিত ছিলাম৷ এমতাবস্থায় আমরা তাঁর বিশ্রাম ও সুচিকিৎসার স্বার্থে হাসপাতালে ভিড় না করে প্রার্থনা করাটাই তার জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছি৷ সবাই ভালো থাকবেন৷ আরিফ জেবতিকের জন্য প্রার্থনা করবেন৷''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক