1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমরা খুবই হতাশ’ ডারবান প্রসঙ্গে ফারাহ কবির

১৩ ডিসেম্বর ২০১১

ডারবান জলবায়ু শীর্ষ সম্মেলনের নিট ফল নিয়ে পরিবেশবাদীরা এই মর্মে সন্তুষ্ট নয় যে, কার্বন নির্গমন বন্ধ করার কোন ব্যবস্থা নেয়া হলোনা৷ বাংলাদেশে এ্যাকশন এইড সংস্থার কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির উপস্থিত ছিলেন সম্মেলনে৷

https://p.dw.com/p/13RKf
ডারবান সম্মেলনের প্রাপ্তিতে সন্তুষ্ট নন অনেকে

আক্ষেপের সঙ্গেই ফারাহ কবির জানান, ‘‘খুবই দুঃখিত যে উন্নত দেশ এবং বড় বড় দেশ যারা নীতি নির্ধারণ করে তারা একমত হতে পারেনি৷ এর পাশাপাশি কিয়োটো প্রোটকল এবং গ্রিন ক্লাইমেট ফান্ড – এ বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে পারেনি৷ মূলত গরিব মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে তারা খামখেয়ালি করছে বলা যায়৷ এ জন্য আমরা খুবই হতাশ৷ কারণ যতদিন ধরে তারা আলোচনা চালিয়ে গেছে তখন প্রতিদিন কোথাও না কোথাও দুর্যোগ ঘটেছে৷''

কার্বন নির্গমন কমাতে শিল্পোন্নত দেশগুলোকে কী করতে হবে? এ প্রশ্নের উত্তরে তিনি জানান,‘‘ উন্নত বিশ্ব যে ধারায় উন্নতি করে এসেছে সেখান থেকে কার্বন নির্গমন কমানোর জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে৷ বার বার বলা হয়েছে যে ১৯৯০ সালের পর থেকে কার্বন নির্গমন কমাতে হবে৷ না হলে বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়বে তাও জানানো হয়েছে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, তাপমাত্রা ৩-৪ ডিগ্রির বেশি বাড়বে৷ এ নিয়ে আমরা উন্নয়নশীল রাষ্ট্ররা খুবই আতঙ্কগ্রস্ত৷ গত দশ বছর ধরে আলোচনা চলছে যে এই তাপমাত্রাকে দুই ডিগ্রির মধ্যে রাখতে হবে৷ কিন্তু আমরা বিভিন্ন প্রতিবেদন এবং রিপোর্টে জেনেছি যে এত আলোচনার পরও দুই ডিগ্রির লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান