ইউরোপসেরা জার্মানির মেয়েরা
২৯ জুলাই ২০১৩এই নিয়ে চতুর্থবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে জার্মানির কাছে হারতে হলো নরওয়েকে৷ আর তাদের হারিয়ে টানা ষষ্ঠ এবং মোট অষ্টম বারের মতো চ্যাম্পিয়ন তো হলোই, পাশাপাশি এ-ও খুব ভালোভাবে বুঝিয়ে দিলো যে, সীমিত সামর্থ্য নিয়েও সেরা সাফল্য ছিনিয়ে আনতে তারা সবচেয়ে ভালো জানে৷ না জানলে ৬ ম্যাচে মাত্র ৬ গোল করে কেউ চ্যাম্পিয়ন হয়!
হয়েছে মূলত দলনেত্রী এবং গোলরক্ষক নাদিন আঙারার-এর কৃতিত্বে৷ পুরো আসরে তাঁকে ফাঁকি দিয়ে জার্মানির জালে বল গিয়েছে মাত্র একবার৷ ফাইনালে দু দুটো পেনাল্টি পেয়েছিল নরওয়ে৷ কিন্তু সুইডেনের রাজধানী স্টকহোমের মাঠ মাতিয়ে রাখা ৪১ হাজারেরও বেশি দর্শক অবাক হয়ে দেখেছে আঙারার-এর বিস্ময়কর নৈপুণ্য৷ প্রথমার্ধে ট্রিনে রোনিং এবং দ্বিতীয়ার্ধে সলভেইক গুলব্রান্ডসেন-এর নেয়া স্পট কিক ফিরিয়ে দিয়ে তিনিই ম্যাচে ধরে রাখেন জার্মানদের৷
এভাবে পুরো আসর জুড়ে গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকায় আসর সেরা খেলোয়াড় হয়েছেন নাদিন আঙারার৷ তবে ফাইনালে জার্মানিকে জয় এনে দিয়েছেন আসলে আনিয়া মিটাগা৷ বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের একমাত্র গোলটি করেছেন তিনি৷ সেই গোল পরিশোধও করেছিল নরওয়ে৷ কিন্তু আডা হেগারবার্গের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়৷ নরওয়ের তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সেখানেই শেষ৷
মূল দলের পাঁচজন খেলোয়াড় ছাড়া এবার সুইডেনে গিয়েছিল জার্মান মহিলা দল৷ নাদিন আঙারার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভুলিয়ে দিয়েছেন সেই ঘাটতি৷ ফাইনালের পর পুরো কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন নাদিন৷ এখন তাঁদের অভিনন্দনের জোয়ারে ভাসার পালা৷ খোদ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন কোচ সিলভিয়া নাইড-এর কাছে৷
এসিবি/এসবি (রয়টার্স)