1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার আইপিএল জিতলো কেকেআর

২৭ মে ২০২৪

আবার আইপিএল চ্যাম্পিয়ন হলো শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। হায়দরাবাদ লড়াই করতেই পারলো না।

https://p.dw.com/p/4gJI2
আইপিএল জেতার পর আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং-সহ কেকেআর প্লেয়ারদের উচ্ছ্বাস।
আইপিএল চ্যাম্পিয়ন হলো কেকেআর। ছবি: Mahesh Kumar A./AP/picture alliance

প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সানরাইসার্স হায়দরাবাদ বা এসআরএইচ। আইপিএলের ফাইনালে কখনো এত কম রানের লক্ষ্য বিপক্ষকে দেয়নি কোনো টিম। মাত্র ১১৪ রান তুলতে কেকেআরের কোনো অসুবিধা হয়নি। দুই উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায়।

কলকাতার বোলাররা অসাধারণ বল করেছেন। প্রথম ওভারেই স্টার্ক অভিষেক শর্মাকে বোল্ড করে দেন। তিন ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন স্টার্ক।

তবে কলকাতার সবচেয়ে সফল বোলার হলেন আন্দ্রে রাসেল। দুই দশমিক তিন ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। কলকাতার দুই স্পিনার নারাইন ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।  হর্ষিত রানা নেন দুইটি উইকেট।

জয়সূচক রান করার পর বেঙ্কটেশ আইয়ারের উচ্ছ্বাস।
ফাইনালে কেকেআরের বেঙ্কটেশ আইয়ার অর্ধশতরান করেন। ছবি: Mahesh Kumar A./AP/picture alliance

হায়দরাবাদের তরফে সবচেয়ে বেশি রান করেন কামিন্স। ১৯ বলে ২৪ রান করেন তিনি। এছাড়া মার্কারাম ২০ ও ক্লাসেন ১৮ রান করেন।

ব্যাট করতে নেমে প্রথমে নারাইনের উইকেট হারায় কলকাতা।। কিন্তু বেঙ্কটেশ কুমার ২৬ বলে ৫২ রান করেন। গুরবাজ করেন ৩২ বলে ৩৯ রান।

বেঙ্কটেশ এবার আইপিএলে খুবই ভালো ফর্মে ছিলেন। তবে তিনি ভারতের বিশ্বকাপ দলে সুুযোগ পাননি

ফাইনাল ম্যাচের আগে হাত মেলাচ্ছেন শ্রেয়স ও কামিন্স।
হাত মেলাচ্ছেন কেকেআর ও এসআরএইচের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও প্যাট কামিন্স। ছবি: Mahesh Kumar A./AP/picture alliance

কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারও এবার বিশ্বকাপের দলে নেই। কিন্তু তিনিও আইপিএলে ভালো খেলেছেন। খুব ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দিয়েছেন।

তবে দলের মেন্টর গৌতম গম্ভীরের কৃতিত্বও কম নয়। ড্রেসিংরুমে সংহতি বজায় রাখা, প্রত্যেক ক্রিকেটারকে উদ্বুদ্ধ করা, তাদের সেরাটা বার করে নেয়া ও ঠিক পরিকল্পনার পিছনে ছিলেন গম্ভীর।

দল জেতার পর শাহরুখ খান পুরো মাঠ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরাী খান, মেয়ে সুহানা, ছেলে আবরাম ও আরিয়ান।  শাহরুখ টিমের সবার সঙ্গে কথাও বলেন।

জিএইচ/এসজি(স্টার স্পোর্টস)