আবারো হরতাল
১২ মার্চ ২০১২সোমবার বিকেলে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশে খালেদা জিয়া বলেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবেনা৷ কোনো দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবেনা৷ তাই ১০ই জুনের মধ্যে তিনি সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন সরকারের কাছে৷ অন্যথায় ১১ই জুন ঢাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি দেবে বিএনপি৷
বিএনপি নেত্রী অভিযোগ করেন, মহাসমাবেশ পণ্ড করতে সরকার বিরোধি দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে৷ তাই এর প্রতিবাদে ২৯শে মার্চ সারা দেশে হরতাল কর্মসূচি দিয়েছেন খালেদা জিয়া৷
খালেদা জিয়া সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত দেয়া দীর্ঘ বক্তৃতায় বর্তমান সরকারের সমালোচনা এবং ক্ষমতায় গেলে তার দলের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান৷ তিনি চার দলীয় জোট সম্প্রসারনের ঘোষণাও দেন৷
এদিকে, আজও ঢাকার সঙ্গে সারাদেশের সড়ক এবং নৌ-যোগাযোগ বন্ধ ছিল৷ রাজধানী ঢাকায় কোনো গণপরিবহন বাস বা মিনিবাস চলাচল করেনি৷ ঢাকা ছিল অনেকটা ফাকা৷ যার ফলে রাজধানীর মানুষদের জন্য ছিল যথারীতি দুর্ভোগ৷ আর বিএননপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন অভিযোগ করেছেন, আজও সমাবেশস্থলে আসার পথে তাদের নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে৷
বিএনিপ'র মাহাসমাবেশের বিপরীতে ঢাকার বিভন্ন এলাকায় ছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ এছাড়া, ঢাকার এলিফেন্ট রোড এবং শাহবাগ এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রাজধানীর এই জনদুর্ভোগের জন্য বিএনপি দায়ী৷ তারাই জনমনে আতংক সৃষ্টি করেছে৷
বিএনপি'র এই মহাসমাবেশের একদিন পর, ১৪ই মার্চ, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শাসক দল আওয়ামী লীগের মহসমাবেশ৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ