আবারও উত্তপ্ত কাশ্মীর
২ এপ্রিল ২০১৮রবিবার কাশ্মীরের শোপিয়ান ও অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন সেনা সদস্যসহ নিহত হয়েছে ২০ জন৷ রবিবার কাশ্মীরের দক্ষিণাঞ্চলে বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যে তিনটি বন্দুযুদ্ধ হয়, যেখানে অন্তত ১৩ বিদ্রোহী, তিন ভারতীয় সেনা নিহত হয়৷ দক্ষিণে যখন এই সংঘর্ষ চলছিল, তখন পুরো কাশ্মীরের বিভিন্ন এলাকা ভারতবিরোধী প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে৷ শোপিয়ান জেলার কাচডোরা গ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোঁড়ে পুলিশ৷ সেখানে নিহত হয় চার জন বেসামরিক কাশ্মীরি৷ আহত হয় অনেকে৷
কাশ্মীরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে৷ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনারা৷ তবে কয়েকটি এলাকায় ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে আজও৷ হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ৷ রাজধানী শ্রীনগরের কয়েকটি অংশে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ৷
বিচ্ছিন্নতাবাদীরা তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সোমবার৷ সকাল থেকেই শ্রীনগরের বেশিরভাগ এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে৷ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়েছে সেনাবাহিনী৷
তবে সংঘর্ষের আশংকায় কর্তৃপক্ষ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে৷ বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সব পরীক্ষাও বাতিল করা হয়েছে৷ শুধু তাই নয়, ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ সেলফোনের নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে৷
গত কয়েক বছরে তরুণ কাশ্মীরিরা ভারতবিরোধী বিদ্রোহীদের প্রকাশ্যে সমর্থন দেয়া শুরু করেছে৷ এমনকি তারা এই বিদ্রোহীদের রক্ষার অঙ্গীকার করে প্রকাশ্যে সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে৷ সম্প্রতি ভারতের সেনা প্রধান কাশ্মীরের সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন৷
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৭০ হাজার কাশ্মীরি নিহত হয়েছে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)