1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপাতত অধিকৃত এলাকা হাতে রাখতে ব্যস্ত রাশিয়া

৯ ডিসেম্বর ২০২২

ঘটা করে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার পরেও আপাতত কোণঠাসা রুশ বাহিনী যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রাখতে হামলা চালিয়ে যাচ্ছে৷ ক্রেমলিনের মুখপাত্র সেই পরিকল্পনার উল্লেখ করেছেন৷

https://p.dw.com/p/4KhpM
ইউক্রেনের বাহিনী যাতে আর অগ্রসর না হতে পারে, সেটা নিশ্চিত করতেই রাশিয়া জোরালো হামলা চালাচ্ছে বলে কিয়েভের প্রশাসন মনে করছে
ইউক্রেনের বাহিনী যাতে আর অগ্রসর না হতে পারে, সেটা নিশ্চিত করতেই রাশিয়া জোরালো হামলা চালাচ্ছে বলে কিয়েভের প্রশাসন মনে করছেছবি: Filippo Monteforte/AFP/Getty Images

বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের দনিয়েৎস্ক অঞ্চলের উপর প্রবল গোলাবর্ষণ করেছে৷ ইউক্রেনের প্রশাসনের ধারণা, অবশিষ্ট অধিকৃত এলাকার উপর নিয়ন্ত্রণ জোরালো করতেই রুশ বাহিনী এমন হামলা চালাচ্ছে৷ বিশেষ করে বাখমুট ও আভদিভিকা শহর লক্ষ্য করে সবচেয়ে বেশি আক্রমণ চলেছে৷ অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেংকো বলেন, ইউক্রেনের সেনাবাহিনী নভেম্বর মাসে লাইমান এলাকার উপর নিয়ন্ত্রণ কায়েম করার পর রাশিয়া আবার সেখানে প্রবেশের চেষ্টা চালাচ্ছে৷ইউক্রেনের বাহিনী যাতে আরও অগ্রসরনা হতে পারে, সেটা নিশ্চিত করতেই রাশিয়া জোরালো হামলা চালাচ্ছে বলে কিয়েভের প্রশাসন মনে করছে৷

বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের যে অংশ রাশিয়ার অন্তর্গত করা হয়েছিল, সেই অঞ্চলের সিংহভাগের উপর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করাই আপাতত মূল লক্ষ্য৷ নতুন করে কোনো এলাকা দখল করার পরিকল্পনা আপাতত নেই৷ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ আরও বলেন, ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে রাশিয়ার সংযুক্ত ভূখণ্ড ‘মুক্ত' করতে অনেক কাজ বাকি রয়েছে৷ ২০১৪ সালে দখল করা ক্রাইমিয়া উপদ্বীপ হাতছাড়া হবার আশঙ্কাও প্রকাশ করেন তিনি৷ বৃহস্পতিবার সেখানকার সেভাস্তোপোল শহরের কাছে ইউক্রেনের ড্রোন রুশ নৌবাহিনীর উপর আঘাত করায়পেস্কভ উদ্বেগ প্রকাশ করেন৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে হামলা শুরু করার পর থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান'-এর উদ্দেশ্য সম্পর্কে রাশিয়া বয়ান বদলে চলেছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ হানাদার বাহিনীকে পুরোপুরি বহিষ্কার করার অঙ্গীকার করেছেন৷ বৃহস্পতিবার রাতের ভিডিও বার্তায় তিনি অধিকৃত এলাকায় রাশিয়ার ল্যান্ডমাইন ব্যবহারের তীব্র সমালোচনা করেন৷ খেরসন প্রদেশে মাইন বিস্ফোরণে নিহত চার জন পুলিশকর্মীর প্রতি সম্মান জানান তিনি৷ যুদ্ধের পর নিরীহ মানুষের হত্যালীলার দায়ে রাশিয়ার বিরুদ্ধে‘মাইন সন্ত্রাসবাদ' সংক্রান্তঅভিযোগ দায়ের করার হুমকি দেন তিনি৷

রুশ ভূখণ্ডে ইউক্রেনের সম্ভাব্য হামলা সম্পর্কেও রাশিয়ার দুশ্চিন্তা বাড়ছে৷ দুটি সামরিক ঘাঁটির উপর ড্রোন হামলা সম্পর্কে ইউক্রেন সরাসরি কোনো মন্তব্য না করলেও জার্মান সরকার এক বিবৃতিতে আত্মরক্ষার স্বার্থে ইউক্রেনের সেই অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে৷ রুশ প্রেসিডেন্টের মুখপাত্র পেস্কভ সতর্ক করে বলেন, এর ফলে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে৷

ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের আরও সহায়তা অব্যাহত রয়েছে৷ মার্কিন সংসদের নিম্ন কক্ষ বৃহস্পতিবার আগামী বছরের জন্য সে দেশকে বাড়তি ৮০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা মঞ্জুর করেছে৷ ইউক্রেনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউরোপ রাশিয়ার উপর আগামী পর্যায়ের নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা করছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, স্লোভাকিয়ার কয়েকজন মন্ত্রী সেই লক্ষ্যে কিয়েভে আলোচনা করেছেন৷

এসবি/জেডএইচ (রয়টার্স, ডিপিএ)