কয়েক মিনিটের তারকা!
২২ ফেব্রুয়ারি ২০১৩এমন তারকা হতে গেলে আপনাকে অভিনয় করে অস্কার জিততে হবেনা, অন্য কিছুতে দারুণ সাফল্য পেয়ে জিততে হবে না পুরস্কার, শুধু পকেটে কিছু টাকা থাকলেই হলো৷ বিশ্বাস হচ্ছেনা? অ্যাডাম স্টুয়ার্ট কিন্তু তা করে দেখিয়েছেন৷ যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী এই তরুণ লস অ্যাঞ্জেলেসে খুলেছেন ‘ক্রাউডস অন ডিমান্ড' নামের একটি প্রতিষ্ঠান৷ তাদের কাজই হলো খুব সাধারণ, অখ্যাত কোনো মানুষ যে কিনা কিছুক্ষণের জন্য সুপারস্টার হওয়ার আনন্দ নিতে চান, তাঁকে একটু সহযোগিতা করা৷ ‘ক্রাউডস অন ডিমান্ড' সেই সহযোগিতা করে লোকজন জোগাড় করে দিয়ে৷ আপনি টাকা দেবেন, লোকজন আসবে, আপনি যা যেভাবে করতে বলবেন করবে, ব্যস তারপর চলে যাবে৷ এই কাজের জন্য গত অক্টোবরেই ‘ক্রাউডস অন ডিমান্ড' খুলেছিলেন অ্যাডাম স্টুয়ার্ট৷ ৫ মাসও হয়নি, এরই মধ্যে লাভ আসতে শুরু করেছে!
মানুষ কেন পকেটের টাকা খরচ করে কয়েক মিনিটের জন্য তারকা হতে চায়? স্টুয়ার্ট বললেন, ‘‘তাঁরাও চান নিজের গণ্ডিতে একটু জনপ্রিয় হতে বা কাউকে খুশি করতে৷'' টাকা দিয়ে লোক আনা অবশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্তত নতুন কিছু নয়৷ কোনো কোনো রাজনৈতিক দল সমাবেশের আগেই ‘বিশাল জনসমাবেশ' বলে পরে ভাড়া করা লোক দিয়ে সমাবেশকে বিশাল করে দেখায় – এমন কথা তো আমরা কবে থেকেই শুনে আসছি৷ ‘ক্রাউডস অন ডিমান্ড'-এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই৷
অ্যাডাম স্টুয়ার্ট ছিলেন অভিনেতা৷ টিভি নাটক কিংবা সিনেমায় ছোটখাটো, খুব কম গুরুত্বের চরিত্রে অভিনয় করতেন৷ রুজিরোজগার খুব একটা হতো না৷ সে কারণেই ‘ক্রাউডস অন ডিমান্ড' খোলা৷ ক'দিন আগে এক ভদ্রলোক যোগাযোগ করলেন৷ তিনি চান রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের সময় তাঁর আশপাশে কিছু লোক থাকুক৷ অন্যরা এমনভাবে থাকবেন, এমন কিছু করবেন যাতে ভদ্রলোককে তাঁদের ‘নায়ক' মনে হয়৷ তো কয়েক মুহূর্তের জন্য বানানো নায়ক এলেন, খাওয়ার আগে-পরে কয়েকজনের সঙ্গে একটু কথা বললেন, তারপর গুণমুগ্ধ ভক্তদের কাছ থেকে সুপারস্টারদের মতো বিদায় নিয়ে চলে গেলেন৷ হ্যাঁ, যাবার আগে পকেট থেকে কিছু টাকা দিয়ে যেতে হয়েছে তাঁকে৷
এমন সাজানো নাটক-সিনেমার নায়কের জন্য ভক্ত জোগাড় করতে খরচ কেমন পড়ে? অ্যাডাম স্টুয়ার্ট জানালেন কাজ অনুযায়ী খরচটা বাড়ে কমে৷ তবে খরচ সম্পর্কে একটা ধারণা দিতে গিয়ে জানিয়েছেন, কেউ যদি ভিআইপির মতো বিমান থেকে নেমে ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেতে চায়, তাহলে ভাড়া করা লোকদের শুধু দাঁড় করিয়ে রাখতেই প্রত্যেকজনকে দিতে হবে প্রায় ৫ ইউরো করে, আর যদি মিছিলও করাতে হয় তাহলে অঙ্কটা বেড়ে হয়ে যাবে ১০ ইউরো!
এসিবি/এসবি (এএফপি)