"ক্লাসরুমই আপনাকে শিক্ষা দেবে'
১৮ ডিসেম্বর ২০১৩প্রতি বছরই প্রযুক্তিক্ষেত্রে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবে পরিণত হবে এমন কিছু প্রযুক্তি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে থাকে আইবিএম৷ আইবিএম জানিয়েছে, এবার তারা এমন কিছু প্রযুক্তির কথা বলছে, আগামী পাঁচ বছরে যা মানুষের জীবন বদলে দেবে৷ এমন একটি যুগের সূচনা করবে, যার ফলে যন্ত্রপাতি কোনো কিছু করার ক্ষেত্রে কারণ এবং ফল সম্পর্কে ভাববে৷ অর্থাৎ তাদের মধ্যে বোধ তৈরি করা হবে৷ আইবিএম জানিয়েছে, মানুষের মস্তিষ্ক যেমন কাজ করে সফটওয়ারও যদি সেভাবে কাজ করে তবে কি পরিবর্তন হবে তা ধারণা করাই যায়৷
প্রথম ভবিষ্যদ্বাণীর নাম দিয়েছে ‘ক্লাসরুমস অফ দ্য ফিউচার'৷ যে শ্রেণিকক্ষটি এমন সব সিস্টেমে পরিপূর্ণ থাকবে, যার কাজ হবে শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ করা৷ সেইসাথে প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী তার উপযোগী করে পাঠ্যসূচি তৈরি করা এবং শিক্ষা উপকরণ তৈরি করতে শিক্ষকদের সাহায্য করা৷ আইবিএম ভাইস চেয়ারম্যান বার্নি মেয়ারসন এএফপিকে জানান, ‘‘আসলে এই ক্লাসরুমই আপনাকে শিক্ষা দেবে৷''
এছাড়া রিটেল শপ বা খুচরা দোকানে অনলাইন ও সরাসরি বিক্রির মধ্যে সংযোগ ঘটানোর নতুন সিস্টেম উদ্ভাবনের কথাও ভাবছেন তারা৷
তৃতীয়ত, রোগীর ডিএনএ ব্যবহার করে তার উপযোগী চিকিৎসা করা৷ মেয়ারসন আরো জানান, ডিএনএ'র গঠন দেখে চিকিৎসকরা ঠিক করতে পারবেন আপনার রোগের জন্য ঠিক কোন ধরনের চিকিৎসা দরকার৷
এমনকি স্মার্ট মেশিনগুলো হতে পারে আপনার ‘ডিজিটাল অভিভাবক'৷ অর্থাৎ অনলাইনে আপনার তথ্য হ্যাকিং থেকে প্রতিরোধ করবে আপনাকে৷ যেমন ডিজিটাল গার্ডিয়ান জানে আপনি পোকার সাইট এর প্রতি আগ্রহী নন৷ ফলে আপনার অ্যাকাউন্টে এমন কোনো তথ্য সরবরাহ থেকে বিরত রাখবে সে৷ এমনকি আপনি যে এটা পছন্দ করছেন না সেই তথ্য ঐ সাইটের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবে৷
শেষ ভবিষ্যদ্বাণী হলো, প্রতিটি শহর সামাজিক যোগাযোগের মাধ্যম, স্মার্টফোন, সেন্সরস-এর মধ্যে যোগাযোগ সাধন করবে অর্থাৎ শহরের অধিবাসীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহায়তা ব্যবস্থাপনার কাজ করবে৷ যার অর্থ শহর আপনাকে বাঁচিয়ে রাখবে৷ মেয়ারসন জানান, প্রযুক্তির সাথে খুব পরিচিত এবং এর সঠিক ব্যবহার করতে পারে – নতুন প্রজন্মের এমন নেতারা এই ব্যবস্থার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে৷
এপিবি/জেডএইচ (এএফপি)