1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

"ক্লাসরুমই আপনাকে শিক্ষা দেবে'

১৮ ডিসেম্বর ২০১৩

বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানি আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন) তাদের বাৎসরিক ‘আইবিএম নেক্সট ৫' তালিকাটি প্রকাশ করেছে৷ এই তালিকার মধ্যে আছে ‘ক্লাসরুমস অফ দ্য ফিউচার' ও রোগীদের সেবা দিতে চিকিৎসকদের ডিএনএন ব্যবহার৷

https://p.dw.com/p/1AbTI
Symbolbild - Junge Firmengründer
ছবি: Fotolia/pressmaster

প্রতি বছরই প্রযুক্তিক্ষেত্রে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবে পরিণত হবে এমন কিছু প্রযুক্তি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে থাকে আইবিএম৷ আইবিএম জানিয়েছে, এবার তারা এমন কিছু প্রযুক্তির কথা বলছে, আগামী পাঁচ বছরে যা মানুষের জীবন বদলে দেবে৷ এমন একটি যুগের সূচনা করবে, যার ফলে যন্ত্রপাতি কোনো কিছু করার ক্ষেত্রে কারণ এবং ফল সম্পর্কে ভাববে৷ অর্থাৎ তাদের মধ্যে বোধ তৈরি করা হবে৷ আইবিএম জানিয়েছে, মানুষের মস্তিষ্ক যেমন কাজ করে সফটওয়ারও যদি সেভাবে কাজ করে তবে কি পরিবর্তন হবে তা ধারণা করাই যায়৷

প্রথম ভবিষ্যদ্বাণীর নাম দিয়েছে ‘ক্লাসরুমস অফ দ্য ফিউচার'৷ যে শ্রেণিকক্ষটি এমন সব সিস্টেমে পরিপূর্ণ থাকবে, যার কাজ হবে শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ করা৷ সেইসাথে প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী তার উপযোগী করে পাঠ্যসূচি তৈরি করা এবং শিক্ষা উপকরণ তৈরি করতে শিক্ষকদের সাহায্য করা৷ আইবিএম ভাইস চেয়ারম্যান বার্নি মেয়ারসন এএফপিকে জানান, ‘‘আসলে এই ক্লাসরুমই আপনাকে শিক্ষা দেবে৷''

এছাড়া রিটেল শপ বা খুচরা দোকানে অনলাইন ও সরাসরি বিক্রির মধ্যে সংযোগ ঘটানোর নতুন সিস্টেম উদ্ভাবনের কথাও ভাবছেন তারা৷

তৃতীয়ত, রোগীর ডিএনএ ব্যবহার করে তার উপযোগী চিকিৎসা করা৷ মেয়ারসন আরো জানান, ডিএনএ'র গঠন দেখে চিকিৎসকরা ঠিক করতে পারবেন আপনার রোগের জন্য ঠিক কোন ধরনের চিকিৎসা দরকার৷

এমনকি স্মার্ট মেশিনগুলো হতে পারে আপনার ‘ডিজিটাল অভিভাবক'৷ অর্থাৎ অনলাইনে আপনার তথ্য হ্যাকিং থেকে প্রতিরোধ করবে আপনাকে৷ যেমন ডিজিটাল গার্ডিয়ান জানে আপনি পোকার সাইট এর প্রতি আগ্রহী নন৷ ফলে আপনার অ্যাকাউন্টে এমন কোনো তথ্য সরবরাহ থেকে বিরত রাখবে সে৷ এমনকি আপনি যে এটা পছন্দ করছেন না সেই তথ্য ঐ সাইটের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবে৷

শেষ ভবিষ্যদ্বাণী হলো, প্রতিটি শহর সামাজিক যোগাযোগের মাধ্যম, স্মার্টফোন, সেন্সরস-এর মধ্যে যোগাযোগ সাধন করবে অর্থাৎ শহরের অধিবাসীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহায়তা ব্যবস্থাপনার কাজ করবে৷ যার অর্থ শহর আপনাকে বাঁচিয়ে রাখবে৷ মেয়ারসন জানান, প্রযুক্তির সাথে খুব পরিচিত এবং এর সঠিক ব্যবহার করতে পারে – নতুন প্রজন্মের এমন নেতারা এই ব্যবস্থার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য