1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ নজরুলের ১১২তম জন্মজয়ন্তী

২৫ মে ২০১১

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী আজ৷ ১৮৯৯ সালের ২৫ মে নজরুল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন৷

https://p.dw.com/p/11NXo
জাতীয় কবি কাজী নজরুল ইসলামছবি: Harun Ur Rashid Swapan

‘মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল

আকাশে বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়গ কৃপাণ

ভীম রণ-ভূমে রণিবে না—

বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত'......

কবির বিখ্যাত ‘বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বর্ষপূর্তি এই বছর৷ আর সেই উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ প্রতি বছর কবির জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়৷ তবে এই বছরে আগামী ২৪ ও ২৫ জুন ঢাকায় একটি আন্তর্জাতিক নজরুল সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে৷

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন৷ প্রধানমন্ত্রী বলেছেন, কালজয়ী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম, তারুণ্য ও দ্রোহের কবি৷

ঢাকাসহ দেশের চারটি অঞ্চলে কবির স্মৃতি জড়িত স্থানে সরকারি উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ময়মনসিংহের ত্রিশালে এ অনুষ্ঠানমালা উদ্বোধন করার কথা রয়েছে৷

বাংলাদেশ স্বাধীনতার পরে ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবিকে ঢাকায় নিয়ে আসা হয়৷ বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স (ডিলিট) ডিগ্রি দেয়৷ ১৯৭৬ সালে কবিকে 'একুশে পদক' দেওয়া হয়৷ সে বছরের ২৯ অগাস্ট তৎকালীন পিজি হাসপাতালে প্রয়াত হন মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম৷ জাতীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তরপাশে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী