নানা আয়োজনে বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী পালিত
২৭ আগস্ট ২০১০স্বাধীনতা সংগ্রামে নজরুলের কবিতা এদেশের মানুষকে যেভাবে উজ্জীবিত করেছে, আর কোন কবি তা হয়ত করতে পারেন নি৷ পরাধীন জাতির উদ্দেশ্যে নজরুল বলেছিলেন -
‘বল বীর ---
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির !...'
সেই কবির মৃত্যুবার্ষিকীতে শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে৷ বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী ও নজরুল ইনস্টিটিউট পালন করে বিভিন্ন কর্মসূচি৷ এছাড়া, এদিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে তাঁর পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন৷ শ্রদ্ধা জানান বহু মানুষ৷
১৮৯৯ সালের ২৪শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম৷ খুব সাধারণ পরিবারে৷ ১৯২২ সালে তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী' প্রকাশিত হয়৷ আর তার সঙ্গে সঙ্গেই কেঁপে ওঠে ব্রিটিশ রাজের ভিত৷ তাঁর অগ্নিগর্ভ কবিতার বজ্রনির্ঘোষের জন্য বেশ কয়েকবার কারারুদ্ধও হতে হয় কবিকে৷ এরপরেও, তাঁর উদ্যম, স্বাধীনচেতাকে দমন করতে পারে নি ব্রিটিশ রাজ৷ তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু-মুসলমান ঐক্য সে কথা তাঁর মতো করে আর কেউ বোঝেননি৷ তাই আজীবন তাঁর সাহিত্য সাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যের জয়গানই পেয়েছি আমরা৷ মাত্র ২২ বছরের সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করলেও, তিনি তাই সাধারণ মানুষের কাছে থেকে গেছেন ‘বিদ্রোহী' কবি হিসেবেই৷
ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন মুক্তি ও মানবতার অন্যতম প্রতীক সেই কাজী নজরুল ইসলামকে তাই আমরা শ্রদ্ধা জানাই৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: সঞ্জীব বর্মন