1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাসংযুক্ত আরব আমিরাত

আইপিএল: ২৪ কোটি টাকায় স্টার্ককে কিনলো কলকাতা

১৯ ডিসেম্বর ২০২৩

আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ টাকায় তাকে কিনলো কলকাতা।

https://p.dw.com/p/4aKet
২০২৩-এ একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেনে স্টার্ক।
আইপিএলের ইতিহাসে রেকর্ড় দাম দিয়ে স্টার্ককে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। ছবি: Andrew Boyers/REUTERS

অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ইতিহাস সৃষ্টি করলেন আইপিএলে। প্রথমজন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্য়াট কামিন্স। আইপিএলের নিলামে তাকে ২০ কোটি ৫০ লাখ টাকায় নেয় হায়দরাবাদ। তখন কামিন্সই ছিলেন আইপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটার। কিন্তু সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পর অধিনায়ককে পিছনে ফেলে দিলেন মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স তাকে নিল ২৪ কোটি ৭৫ লাখ টাকায়। 

গুজরাট টাইটান্সও স্টার্ককে নেয়ার জন্য ঝাঁপিয়েছিল। অনেকক্ষণ তারা কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে দর দেয়। শেষপর্যন্ত তারা হাল ছেড়ে দেয়। হাসি ফোটে কলকাতার হয়ে দর দেয়া গৌতম গম্ভীরের মুখে। 

একদিনের বিশ্বকাপে অসাধারণ খেলে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেছিলেন প্যাট কামিন্স। তার পুরস্কার পেলেন তিনি। 

বিশ্বকাপ ফাইনালে শ্রয়েস আইয়ারের উইকেট নেয়ার পর উচ্ছ্বিসত কামিন্স।
প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে হায়দরাবাদ। ছবি: Robert Cianflone/Getty Images

দুবাইতে মঙ্গলবার আইপিএলের নিলামে বেশ কিছু অবাক করা দর উঠেছে। স্টিভ স্মিথের মতো প্লেয়ার অবিক্রিত থেকে গেছেন। আবার হর্ষল প্যাটেলকে ১১ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। ড্যারিল মিশেলকে চেন্নাই নিয়েছে ১৪ কোটি টাকা দিয়ে।

ট্রাভিস হেডকে হায়দরাবাদ কিনেছে ছয় কোটি ৮০ লাখ টাকা দিয়ে। আবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ভালো খেলা রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস নিয়েছে এক কোটি ৮০ লাখ টাকা দিয়ে। চেন্নাই শার্দুল ঠাকুরকে নিয়েছে চার কোটি টাকা দিয়ে। ক্রিস ওকস খেলবেন পাঞ্জাবে। তার জন্য পাঞ্জাব পাঁচ কোটি ৮০ লাখ খরচ করেছে । লখনউ শিবম দুবেকে নিয়েছে ছয় কোটি ৪০ লাখ টাকা দিয়ে।

আবার মনীশ পাণ্ডে, ফার্গুসন, ইঙ্গলিশ, কুশল মেন্ডিস, সোধি, আদিল রশিদ, মুজিব উর রহমানকে কোনো টিমই নেয়নি।

জিএইচ/এসজি (জিও টিভি)