আইপিএলের বদলে জাতীয় দলে খেলায় পুরস্কৃত সাকিব, তাসকিন, লিটন
৩ জুলাই ২০২৩বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই বিষয়ে বলেন, ‘‘এটা আমাদের পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র৷'' সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং লিটন দাসের মধ্যে পুরস্কারের অর্থ তিনভাগে ভাগ করে দেয়া হবে৷
জালাল অবশ্য জানিয়েছেন যে, খেলোয়াড়রা এরকম কিছু দাবি করেনি৷ তবে বোর্ড মনে করেছে যে, প্রতিশ্রুতির জন্য পুরোটা না হলেও আংশিকভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, জানান তিনি৷
জালাল অবশ্য ক্রিকেটারদের এভাবে টাকা দেয়াটা নিয়মিত কোনো ব্যাপার হবে না বলেও উল্লেখ করেছেন৷
তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে জাতীয় দলের হয়ে খেলাটা শর্ত ছাড়াই হওয়া উচিত৷ তবে আমাদের বোর্ড প্রত্যেকটি ঘটনা আলাদা-আলাদাভাবে বিবেচনা করে এবং খেলোয়াড়দের ভালোটা দেখাও আমাদের কাছে অগ্রাধিকার পায়৷''
সাকিব আল হাসান এবছর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স-এ খেলার সুযোগ পেলেও জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে অংশ নিতে নিজেকে সেখান থেকে প্রত্যাহার করে নেন৷
ঢাকায় গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শেষ না হওয়া অবধি বিসিবিও সাকিব এবং লিটনকে সেখানে খেলতে যেতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল৷
লিটন সেই টেস্টের পর নাইট রাইডার্সের হয়ে আইপিএল-এ প্রথমবার খেলতে গেলেও এক ম্যাচ পর ঘরে ফিরে আসেন৷
তাসকিন আইপিএল-এর নিলামে কোনো দল না পেলেও জালাল জানিয়েছেন যে তাকে পরবর্তীতে আহত এক খেলোয়াড়ের পরিবর্তে লিগে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল৷
শুধু মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি হিসেবে চলতি বছরের আইপিএল সিজনে খেলেছেন৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটো ম্যাচে অংশ নেয়ার সুযোগ পান তিনি৷
এআই/কেএম (এএফপি)