1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টিভ জবস

৩ এপ্রিল ২০১২

স্টিভ জবস-কে নিয়ে এবার তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা৷ যার নাম দেয়া হয়েছে ‘জবস’৷ প্রযুক্তি জগতের এই কিংবদন্তীকে রূপালি পর্দায় ফুটিয়ে তুলবেন অ্যামেরিকান অভিনেতা অ্যাশটন কুচার৷ সিনেমাটি পরিচালনা করবেন জশুয়া মাইকেল স্টার্ন৷

https://p.dw.com/p/14Wvn
ছবি: dapd

এ বছরের মে মাস নাগাদ ছবিটির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে৷ অ্যাপল-এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর তারুণ্যের সময়টাকেই তুলে ধরা হবে ছবিতে৷

গত শতকের সত্তরের দশকে তরুণ স্টিভ ছিলেন আচারে, স্বভাবে একেবারে স্বেচ্চাচারী ও হিপ্পি ধরণের৷ সেই হিপ্পি যুবকই একসময় থিতু হয়৷ তাঁর ব্যাবসার অংশিদার স্টিভ ওজনিয়াক-কে সাথে নিয়ে ১৯৭৬ সালে গড়ে তোলেন বিশ্ববিখ্যাত কোম্পানি ‘অ্যাপল'৷

Schauspieler Ashton Kutcher
অ্যাশটন কুচারছবি: AP

হিপ্পি জীবন থেকে একেবারে পুরোদস্তুর উদ্যোক্তা৷ তারপর নিজের তৈরি সেই প্রতিষ্ঠান থেকে একসময় জোরপূর্বক ছাটাই করা হয় স্টিভ-কে৷ এরপর ৯০-এর দশকে স্টিভ আবারো ফিরে আসেন তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানে৷

স্টিভ জবস-এর জীবনের শুধু এই অংশটুকুই থাকবে ‘জবস' সিনেমার গল্পে৷ অর্থাৎ, স্টিভ-এর মৃত্যু বা ৯০ দশকের পরবর্তী সময়ে কেমন ছিল তাঁর জীবন, সেই অংশটা থাকবে না এই ছায়াছবিতে৷ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে গত বছরের অক্টোবর মাসে মারা যান ‘প্রযুক্তির রাজকুমার'৷

এদিকে, স্টিভ জবস-এর জীবন নিয়ে আরেকটি সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছে ‘সোনি পিকচার্স'৷ ওয়াল্টার আইসেকসন'এর লেখা স্টিভ-এর জীবনী থেকেই সেই সিনেমার পান্ডুলিপি তৈরি হচ্ছে বলে জানিয়েছে সিএনএন৷ অবশ্য সনি পিকচার্স-এর তৈরি ছবিটিতে স্টিভ-এর চরিত্রে কে অভিনয় করবে - তা এখনো জানা যায় নি৷ তবে সিএনএন-এর বিনোদন ডেস্ক যে ক'টি নাম অনুমান করেছে, সেখানে আছে জেমস ম্যাকএভয়, ক্রিসপিন গ্লোভার, স্ট্যানলি টুসি ও নোয়া উইলি-র নাম৷ অ্যাশটন কুচার-এর নামটিই কিন্তু সেখানে নেই৷

তাই ধারণা করা হচ্ছে, অ্যাশটন কুচার-এর ‘জবস'-কে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সনি পিকচার্স-এর ছবিটির সঙ্গে৷

প্রতিবেদন: আফরোজা সোমা/সিএনএন, এপি, এফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য