অ্যাপলের পক্ষে জাকারবার্গ, বিপক্ষে বিল গেটস
২৩ ফেব্রুয়ারি ২০১৬আলোচিত ফোনটি সৈয়দ রিজওয়ান ফারুকের৷ তিনি ও তাঁর স্ত্রী গত ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যান ব্যার্নার্ডিনো কাউন্টির সরকারি কর্মচারীদের একটি হলিডে পার্টিতে ঢুকে গুলি করে ১৪ জনকে হত্যা করেন৷ ঐ ঘটনায় আহত হন ২২ জন৷ ঘটনার পর পুলিশের গুলিতে হত্যাকারীরা নিহত হন৷
হামলার আগে হত্যাকারীরা তাদের ফোন নষ্ট করে ফেলে৷ স্যান ব্যার্নার্ডিনো কাউন্টির স্বাস্থ্য পরিদর্শক ছিলেন ফারুক৷ আইফোন ৫সি ফোনটি অফিস থেকে তাঁকে দেয়া হয়েছিল৷
হত্যার তদন্তের খাতিরে ফারুকের ফোনের তথ্য জানতে আগ্রহ দেখায় এফবিআই৷ সে কারণে অ্যাপলকে ঐ ফোনের তথ্য উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এক বিচারক৷ কিন্তু অ্যাপল বলে দেয় যে তারা সেটা করবে না৷
অ্যাপল-এর এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হলে কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক সোমবার সকালে কর্মীদের একটি ই-মেল পাঠান৷ সেখানে তিনি বলেন, এফবিআই-এর এমন উদ্যোগের ফলে আইন মানা কোটি কোটি মানুষের তথ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে৷ এফবিআই-এর নির্দেশ মানলে সেটি একটি বিপজ্জনক উদাহরণ হয়ে থাকবে, যা সাধারণ মানুষের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দেবে৷
তবে এফবিআই-এর পরিচালক জেমস কোমে সেটি মনে করেন না৷ মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক ব্লগ ‘লফেয়ার'-এ প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ‘‘মামলাটি নতুন কোনো আইন প্রণয়নের আগে উদাহরণ তৈরির চেষ্টা হিসেবে দায়ের করা হয়নি৷ বরং মামলার উদ্দেশ্য হতাহতদের সুবিচার পাওয়া নিশ্চিত করা৷ যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবার সুবিচার পাওয়ার আইনগত অধিকার রাখেন৷''
জাকারবার্গ, গেটস যা বলেছেন
বিষয়টি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রযুক্তি সংশ্লিষ্ট অনেকেই এই ব্যাপারে তাদের মতামত জানাচ্ছেন৷ ফেসবুকের মার্ক জাকারবার্গ যেমন বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে অ্যাপলের দ্বন্দ্বে তিনি অ্যাপলের প্রতি ‘সহানুভূতিশীল'৷ তিনি বলেন, এফবিআই যা চাইছে তার ফলে নিরাপত্তা বাড়বে না৷ আর সেটা করা ঠিকও না, বলেন জাকারবার্গ৷ তবে সন্ত্রাসী হামলা প্রতিরোধে যদি সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যায় তাহলে প্রযুক্তি কোম্পানিগুলো সেই সুযোগ গ্রহণ করবে বলে মন্তব্য করেন তিনি৷ বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেয়া বক্তব্যে জাকারবার্গ এ সব কথা বলেন৷
তবে বিল গেটসের বক্তব্য অন্যরকম৷ ফিন্যানসিয়াল টাইমসকে তিনি বলেন, সন্ত্রাসী ঘটনার তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করতে প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে৷ অ্যাপলের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি একটি নির্দিষ্ট মামলা যেটার সম্পর্কে সরকার তথ্য চাইছে৷ তারা সাধারণ কোনো বিষয়ে তথ্য চাইছে না৷''
উইকিলিক্সের নতুন তথ্য প্রকাশ
মঙ্গলবার আরও বেশ কিছু তথ্য প্রকাশ করেছে উইকিলিক্স৷ এতে জানা গেছে, ২০০৮ সালে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মধ্যকার আলাপ শুনেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-র কর্মীরা৷ সে সময় মুন ও ম্যার্কেল জলবায়ু চুক্তি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়ে কথা বলছিলেন৷ ইউরোপীয় অন্যান্য নেতা ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কথাবার্তার উপরও এনএসএ-র নজরদারির তথ্য প্রকাশ করেছে উইকিলিক্স৷
সন্দেহভাজনদের নজরে রাখবে জার্মানি
এখন থেকে জার্মানির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে আদালতের অনুমোদন সাপেক্ষে সন্দেহভাজন কোনো নাগরিকের কম্পিউটার ও স্মার্টফোনের উপর নজরদারি করতে পারবে৷ ট্রোজান স্পাইওয়্যার ব্যবহার করে তাঁরা এই কাজ করবেন বলে জানা গেছে৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)