অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সাফল্য
২০ নভেম্বর ২০১৮গ্রিসে বেড়ানোর সময় খেরার্ড লেউ-এর স্ত্রী ইয়োকে-র স্ট্রোক হয়৷ তার উপর স্থানীয় হাসপাতালে গেলে তাঁর শরীরে সংক্রমণ ঘটে৷ ফলে চিকিৎসা আরো কঠিন হয়ে পড়ে৷ সেই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে খেরার্ড বলেন, ‘‘স্ত্রীকে এক নার্সিং হোমে ভর্তি করা হয়৷ সেখানে তার শরীরে এক বিপজ্জনক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধক ব্যকটেরিয়া ধরা পড়ে৷ আশেপাশে আরও ৪ জন আক্রান্ত হয়েছিলেন৷ সবাইকে কোয়ারেন্টাইন, অর্থাৎ বিচ্ছিন্ন করে রাখা হয়৷ যদিও আমার স্ত্রীর ব্যাকটেরিয়া সংক্রান্ত কোনো লক্ষণ ছিল না, সেই পরিস্থিতি তার জন্য অত্যন্ত কঠিন ছিল৷ পরিবার, বন্ধুবান্ধবের দেখা করা নিষেধ ছিল৷ অনেকেই তার কাছে যেতে ভয় পেতেন৷''
যে ব্যাকটেরিয়া বেশ কিছু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তা জীবন বিপন্ন করতে পারে৷ বিশেষ করে যেসব রোগীর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি অত্যন্ত বেশি৷ তখন সাধারণ চিকিৎসায় কাজ হয় না৷
‘সুপারবাগ' সংক্রমণ ঘটলে চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে৷ উটরেশ্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালেরভিলেম ফান স্কাইক বলেন, ‘‘এই ধরনের ব্যাকটেরিয়া মূত্রনালী বা রক্তধারায় সংক্রমণ ঘটাতে পারে৷ রোগী খুব অসুস্থ থাকলে তা আরো বিপজ্জনক হতে পারে৷ অ্যান্টিবায়োটিকপ্রতিরোধী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব বেশি চিকিৎসার পদ্ধতি অবশিষ্ট থাকে না৷''
গোটা বিশ্বে এই সমস্যা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে বলে ডাক্তাররা সতর্ক করে দিচ্ছেন৷ সামগ্রিকভাবে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে এই সমস্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন৷ সেইসঙ্গে হাসপাতালে পরিচ্ছন্নতার নিম্ন মানও এর জন্য দায়ী৷ উটরেশ্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালের মার্ক বন্টেন বলেন, ‘‘এই সমস্যা এমন মাত্রা ধারণ করেছে যে, একাধিক ক্ষেত্রে বহুমুখী পদক্ষেপের প্রয়োজন হয়ে পড়েছে৷ প্রথমত, অ্যান্টিবায়োটিকের ব্যবহার আরো যুক্তিসম্মত ও সীমিত রাখতে হবে৷ দ্বিতীয়ত, হাসপাতালে হাইজিন বা স্বাস্থ্যবিধি সংক্রান্ত মানদণ্ডের উন্নতি নিশ্চিত করতে হবে৷ তৃতীয়ত, এইসব ব্যাকটেরিয়ার মোকাবিলা করতে নতুন অ্যান্টিবায়োটিক সৃষ্টি করতে হবে৷ কারণ, এই ব্যাকটেরিয়া চলে যাবে না৷''
কয়েক কোটি বছর ধরে কিছু ব্যাকটেরিয়া প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে৷ কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিরোধ ক্ষমতার বিকাশ কীভাবেঘটেছে, যার ফলে মানুষের রোগ হয়? ভিলেম ফান স্কাইক মনে করেন, ‘‘প্রকৃতি থেকেই প্রতিরোধ আসছে৷ এই রেজিস্টেন্স জিন কীভাবে মাটি বা পানির ব্যাকটেরিয়া থেকে মানুষের মধ্যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, তা আমাদের বুঝতে হবে৷ এখনো আমরা তা জানি না৷ সেটা জানতে পারলে আমরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতার প্রসার বন্ধ করার প্রক্রিয়া সৃষ্টি করতে পারবো৷''
মলাশয় পর্যন্ত পৌঁছনোর আগেই যত দ্রুত সম্ভব শরীরকে অ্যান্টিবায়োটিক শুষে নিতে হবে৷ তার অবশিষ্ট কোনো অংশ সেখানে পৌঁছলে তা অনেক উপকারী আন্ত্রিক ব্যাকটেরিয়া মেরে ফেলে৷ প্যারিসের দা ভোলতেরা ল্যাবের পিয়ের-আল্যাঁ বান্ডিনেলি বলেন, ‘‘মলাশয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ব্যাকটেরিয়া থাকে৷ এমনকি আমরা বলি যে, মানুষের শরীরে কোষের তুলনায় কোলোনের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি৷ সেই সব ব্যাকটেরিয়া মেরে ফেলে অ্যান্টিবায়োটিকের অবশিষ্ট অংশ আন্ত্রিক কাঠামো তছনছ করে দেয়৷'' এমন অঘটন এড়াতে ফ্রান্সের এই কোম্পানি ক্ষুদ্র ক্যাপসুল তৈরি করেছে৷ অ্যান্টিবায়োটিকের সঙ্গেই সেটি খেতে হয়৷ সেই ক্যাপসুল অত্যন্ত ধীরে গলতে থাকে এবং মলাশায়ে পৌঁছানোর আগেই অ্যান্টিবায়োটিকের অবশিষ্ট অংশকে নিষ্ক্রিয় করে দেয়৷ বান্ডিনেলি বলেন, ‘‘এটা স্পঞ্জের মতো কাজ করে৷ অ্যান্টিবায়োটিকের সঙ্গে সেটি খেতে হয়৷ মলাশয়ে পৌঁছে সেটি অ্যান্টিবায়োটিকের সব অবশিষ্ট অংশ শুষে নেয়, যাতে সেগুলি আন্ত্রিক কাঠামোয় কোনো বিঘ্ন ঘটাতে না পারে৷''
এই ক্যাপসুল এখনো পর্যন্ত দু-দুটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে৷